এম মেহেদী হাসিন, রংপুর
জাতীয় পার্টির (জাপা) প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের নিজ জেলা রংপুর দলটির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সেই সঙ্গে দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছিলেন তাঁরা।
তবে এবার জাপার বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দুই দিনের রংপুর সফরে আবার উজ্জীবিত হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। সফরে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা আসায় তাঁদের মধ্যে চাঙাভাব কাজ করছে।
জাপার চেয়ারম্যান জি এম কাদের গত শনিবার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট থেকে রংপুরে আসেন। তিনি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দলের নবম কেন্দ্রীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রংপুরে এই প্রথম দুই দিন সময় দিলেন। এর আগে তিনি গত বছর রংপুরে এলেও প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত ছাড়া খুব একটা সময় থাকেননি। প্রায় এক বছর পর এই সফরে রংপুরে তুলনামূলক বেশি সময় অবস্থান করেন এরশাদের ভাই কাদের।
এবারের সফরে রংপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনের জন্য বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন জি এম কাদের। নির্বাচনের এক বছর আগেই এমন ঘোষণা আসায় উজ্জীবিত নেতাকর্মীরা। এ ছাড়া রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে জি এম কাদেরকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দলের চেয়ারম্যান এমন দাবি সরাসরি নাকচ করে দেননি, বরং স্বাগত জানিয়ে বলেছেন, এখনো সময় আছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, করোনা পরিস্থিতির কারণে জি এম কাদের দীর্ঘদিন রংপুরে আসতে পারেননি। এবার রংপুরে এসে নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ফলে তাঁরা চেয়ারম্যানকে কাছে পেয়ে খুব খুশি।
মেয়র মোস্তাফিজার জানান, স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি, সদর আসনে জি এম কাদের নির্বাচন করবেন। এবারের সফরে বিষয়টি নিয়ে প্রস্তাব আসায় এবং চেয়ারম্যান এতে সম্মতি দেওয়ায় নেতাকর্মীদের মনের আশা পূরণ হতে চলেছে।
এ বিষয়ে জাপার ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের এক বছরের মতো সময় বাকি থাকলেও অগ্রিম প্রার্থী ঘোষণা দেওয়ায় নেতাকর্মীদের উৎসাহ বেড়ে গেছে। প্রতিবার নির্বাচনের আগে প্রার্থী হওয়া নিয়ে ঝামেলা হয়। এবার অগ্রিম ঘোষণা আসায় এমন সমস্যার মুখোমুখি হতে হবে না। নেতাকর্মীরা এখন থেকেই মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার জন্য কাজ শুরু করে দিয়েছেন।
ইয়াসীর অভিযোগ করে বলেন, ‘রংপুর জাতীয় পার্টির ঘাঁটি হলেও আওয়ামী লীগের সঙ্গে মিত্রতা করে নির্বাচন করায় এই অঞ্চলের অন্য আসনগুলো হারাতে হয়েছে। তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা নির্বাচনের সময় মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু নির্বাচনের পরে জাতীয় পার্টিকে চেনে না।’
ভবিষ্যতে দল এককভাবে নির্বাচন করবে বলে জি এম কাদেরের সাম্প্রতিক ঘোষণাকে ইঙ্গিত করে এই নেতা বলেন, এককভাবে নির্বাচন হলে আবার জাতীয় পার্টি হারানো দুর্গ পুনরুদ্ধার করতে পারবে।
জাতীয় পার্টির (জাপা) প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের নিজ জেলা রংপুর দলটির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সেই সঙ্গে দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছিলেন তাঁরা।
তবে এবার জাপার বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দুই দিনের রংপুর সফরে আবার উজ্জীবিত হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। সফরে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা আসায় তাঁদের মধ্যে চাঙাভাব কাজ করছে।
জাপার চেয়ারম্যান জি এম কাদের গত শনিবার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট থেকে রংপুরে আসেন। তিনি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দলের নবম কেন্দ্রীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রংপুরে এই প্রথম দুই দিন সময় দিলেন। এর আগে তিনি গত বছর রংপুরে এলেও প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত ছাড়া খুব একটা সময় থাকেননি। প্রায় এক বছর পর এই সফরে রংপুরে তুলনামূলক বেশি সময় অবস্থান করেন এরশাদের ভাই কাদের।
এবারের সফরে রংপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনের জন্য বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন জি এম কাদের। নির্বাচনের এক বছর আগেই এমন ঘোষণা আসায় উজ্জীবিত নেতাকর্মীরা। এ ছাড়া রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে জি এম কাদেরকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দলের চেয়ারম্যান এমন দাবি সরাসরি নাকচ করে দেননি, বরং স্বাগত জানিয়ে বলেছেন, এখনো সময় আছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, করোনা পরিস্থিতির কারণে জি এম কাদের দীর্ঘদিন রংপুরে আসতে পারেননি। এবার রংপুরে এসে নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ফলে তাঁরা চেয়ারম্যানকে কাছে পেয়ে খুব খুশি।
মেয়র মোস্তাফিজার জানান, স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি, সদর আসনে জি এম কাদের নির্বাচন করবেন। এবারের সফরে বিষয়টি নিয়ে প্রস্তাব আসায় এবং চেয়ারম্যান এতে সম্মতি দেওয়ায় নেতাকর্মীদের মনের আশা পূরণ হতে চলেছে।
এ বিষয়ে জাপার ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের এক বছরের মতো সময় বাকি থাকলেও অগ্রিম প্রার্থী ঘোষণা দেওয়ায় নেতাকর্মীদের উৎসাহ বেড়ে গেছে। প্রতিবার নির্বাচনের আগে প্রার্থী হওয়া নিয়ে ঝামেলা হয়। এবার অগ্রিম ঘোষণা আসায় এমন সমস্যার মুখোমুখি হতে হবে না। নেতাকর্মীরা এখন থেকেই মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার জন্য কাজ শুরু করে দিয়েছেন।
ইয়াসীর অভিযোগ করে বলেন, ‘রংপুর জাতীয় পার্টির ঘাঁটি হলেও আওয়ামী লীগের সঙ্গে মিত্রতা করে নির্বাচন করায় এই অঞ্চলের অন্য আসনগুলো হারাতে হয়েছে। তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা নির্বাচনের সময় মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু নির্বাচনের পরে জাতীয় পার্টিকে চেনে না।’
ভবিষ্যতে দল এককভাবে নির্বাচন করবে বলে জি এম কাদেরের সাম্প্রতিক ঘোষণাকে ইঙ্গিত করে এই নেতা বলেন, এককভাবে নির্বাচন হলে আবার জাতীয় পার্টি হারানো দুর্গ পুনরুদ্ধার করতে পারবে।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপ
৭ ঘণ্টা আগেজনভোগান্তি লাঘব এবং দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে চলতি মাসেই মাঠের কর্মসূচিতে যাওয়ার কথা বিএনপির। দেশব্যাপী এসব কর্মসূচি পালন করতে গেলে শরিক ও সমমনাদের সঙ্গে সুসম্পর্ক অটুট রাখা জরুরি বলে মনে করছে দলটি। এ লক্ষ্যে শরিক ও সমমনাদের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্যোগ নিয়েছেন দলের নীতিনির্ধারকেরা। তাদের সঙ্গে
৮ ঘণ্টা আগেওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাইতে পৌঁছায়। ফ্লাইটে থাকা অবস্থাতেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাঁকে...
১৯ ঘণ্টা আগেদুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি...
১ দিন আগে