Ajker Patrika

নারায়ণগঞ্জে হরতালের পক্ষ–বিপক্ষ গ্রুপে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৩: ১০
নারায়ণগঞ্জে হরতালের পক্ষ–বিপক্ষ গ্রুপে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

রাজধানীর উপকণ্ঠে সাইনবোর্ড এলাকায় হরতালের পক্ষে বিপক্ষে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে হরতাল সমর্থক একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, সকাল ১০টা ৩৭ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ঢাকা–লিঙ্করোড এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হরতালের পক্ষে বিপক্ষে দুটি গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় অ্যাকশনে যায় পুলিশ, র‍্যাব এ বিজিবি।

হরতাল সমর্থকরাও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ।

আজ সকাল থেকেই সাইনবোর্ডে পুলিশ বিজিবির সঙ্গে ছাত্রলীগের কর্মীরা লাটিসোটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। দফায় দফায় সংঘর্ষের উপক্রম হয়। জেলা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অনন্ত ৩০০ পুলিশ সদস্য মোতায়েন আছে।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক টায়ার জ্বালিয়ে অবরোধ করে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। এসময় তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ-র‍্যাব-বিজিবি। সাইনবোর্ড চার রাস্তার মোড়ে শতাধিক হেফাজতকর্মী জমায়েত হয়ে স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করে। সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত