Ajker Patrika

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন হেফাজতের নেতাকর্মীরা। নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভে ৫ নেতাকর্মী নিহতের প্রতিবাদে আজ রবিবার সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে সকাল থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় হেফাজতের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পুলিশের উপস্থিতিতেই তারা শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হরতালকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, হরতালের সমর্থনে মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ তৈরি করে বিক্ষোভ করছেন হেফাজতের নেতাকর্মীরা। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

এদিকে আজকের হরতালে রাজধানী ও এর আশপাশের এলাকায় বাস-মিনিবাসের চলাচল অব্যাহত রাখার কথা গতকালই ঘোষণা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার বাসও চালানোর কথা জানিয়েছে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত