Ajker Patrika

বিএনপি খেলতে চাইলে খেলা চলবে: শাজাহান খান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০: ০৫
বিএনপি খেলতে চাইলে খেলা চলবে: শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, ‘রাজনীতির খেলার মাঠে বিএনপি ভয় পাচ্ছে। রাজনীতির খেলায় বিএনপি ভয় পায় কেন? আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির ভয়টা কোথায়? তারা (বিএনপি) খেলতে চাইলে খেলা চলবে।’ 

আজ শনিবার দুপুরে মাদারীপুর শহরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাজাহান খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

শাজাহান খান বলেন, ‘খেলা মাঠেও হয় রাজনীতিতেও হয়। রাজনীতির খেলা মাঠে হলে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে হবে। তারা (আওয়ামী লীগ ও বিএনপি) মাঠে দাঁড়াবে, মাঠে যে দলের জনগণ বেশি হবে, সমর্থন বেশি হবে তারাই বিজয় লাভ করবে। আর জনগণকে সঙ্গে নিয়ে এই রাজনীতির খেলা চলবেই।’ 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাজাহান খানশাজাহান খান আরও বলেন, ‘বিএনপি রাজনীতির খেলায় পরাজিত হয়েছিল। ১৯৯৬ সালে বিএনপি জনতার মঞ্চ ভেঙে দিয়েছিল। সেখানেও তারা খেলার চেষ্টা করেছিল। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের রাজনীতির খেলায় পরাজিত করেছি। সে খেলায় বিজয় লাভ করেছিলেন শেখ হাসিনা।’ 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায়, নির্বাচন যাতে বানচাল হয়। তারা (বিএনপি) বারবার বলছে নির্বাচন হতে দেবে না। ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি এমন চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, পারেনি। এবারও একই কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না।’ 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতারসহ আরও অনেকেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত