হবিগঞ্জ প্রতিনিধি
সাংবাদিক জুলকারনাইন সায়েরকে (সামি) ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্ট সরানোর আলটিমেটাম দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তা না হলে সায়েরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি।
আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন গউছ। এ সময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে গউছ বলেন, ‘একটি গোয়েন্দা সংস্থার বরাতে জুলকারনাইন গত ২১ ডিসেম্বর তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্ট দেখে আমি বিস্মিত হয়েছি। ওই পোস্টে আমার ও আমার ভাইদের জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নাই। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুকের পোস্ট মুছে দুঃখ প্রকাশ না করলে সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব।’
জি কে গউছ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। আমি নিজে কোনো মামলা করিনি বা কোনো মামলার আমি সাক্ষীও নই। প্রতিটি মামলার বাদী ঘটনা অনুযায়ী স্বাধীনভাবে মামলা করেন। এ বিষয়ে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ ছিল না বা এখনো নাই।’
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর জুলকারনাইন তাঁর ফেসবুকে পোস্টে বলেন, ৫ আগস্টের পর বিএনপির জি কে গউছসহ হবিগঞ্জের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা দখল বাণিজ্য, চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে খবরটি পেয়েছেন বলে জুলকারনাইন পোস্টে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি নুরুল ইসলাম ও হাজি এনামুল হক এনাম।
সাংবাদিক জুলকারনাইন সায়েরকে (সামি) ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্ট সরানোর আলটিমেটাম দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তা না হলে সায়েরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি।
আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন গউছ। এ সময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে গউছ বলেন, ‘একটি গোয়েন্দা সংস্থার বরাতে জুলকারনাইন গত ২১ ডিসেম্বর তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্ট দেখে আমি বিস্মিত হয়েছি। ওই পোস্টে আমার ও আমার ভাইদের জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নাই। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুকের পোস্ট মুছে দুঃখ প্রকাশ না করলে সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব।’
জি কে গউছ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। আমি নিজে কোনো মামলা করিনি বা কোনো মামলার আমি সাক্ষীও নই। প্রতিটি মামলার বাদী ঘটনা অনুযায়ী স্বাধীনভাবে মামলা করেন। এ বিষয়ে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ ছিল না বা এখনো নাই।’
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর জুলকারনাইন তাঁর ফেসবুকে পোস্টে বলেন, ৫ আগস্টের পর বিএনপির জি কে গউছসহ হবিগঞ্জের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা দখল বাণিজ্য, চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে খবরটি পেয়েছেন বলে জুলকারনাইন পোস্টে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি নুরুল ইসলাম ও হাজি এনামুল হক এনাম।
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
৭ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
১০ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১৩ ঘণ্টা আগে