Ajker Patrika

সংলাপে যাচ্ছে না জেএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংলাপে যাচ্ছে না জেএসডি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে যাচ্ছে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাঁদের আমন্ত্রণ ছিল। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সভাপতি আ স ম আব্দুর রব। 

রাষ্ট্রপতি আহূত সংলাপ, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় করণীয় প্রশ্নে রবের বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন প্রশ্নে রাষ্ট্রপতি, সরকার, নির্বাচন কমিশন সকলেই সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত। যারা সংবিধান লঙ্ঘনকারী তাঁদের অবশ্যই জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত। 

রব অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন চরম পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ‘দিনের ভোট রাতে’ সম্পন্ন করে সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বধ্যভূমিতে পরিণত করেছে এবং সমগ্র জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 

শুধুমাত্র ‘নির্বাচন কমিশন’ গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয়। তাই বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না বলে ঘোষণা দেন রব। 

নির্বাচন কমিশন নিয়ে নয়, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন প্রক্রিয়া নিয়ে সংলাপ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। 

আ স ম রব আরও বলেন, আমাদের রাষ্ট্রীয় রাজনীতিতে সুশাসন ও গণতন্ত্রের অনুপস্থিতির কারণে ভূ-রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে। তাঁর প্রমাণ হিসেবে র‍্যাবের সাবেক ও বর্তমানসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশে ৬০০ নাগরিক গুম হওয়া সংক্রান্ত উত্থাপিত অভিযোগের বিষয়টি তুলে ধরেন তিনি। 

দেশে আইনের শাসন, ভোটাধিকার ও অংশীজনের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করণীয় নির্ধারণ করতে হবে বলে মত দেন নেতারা। 

ব্রিফিংয়ে জেএসডির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারি এবং অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, শামসুল আলম নিক্সন, ফারজানা দিবা, মোহাম্মদ শফিক, গোলাম মোস্তফা আফসার উদ্দিন প্রমূখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত