Ajker Patrika

রাখাইনে করিডর নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০০: ৩০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আর যুদ্ধ দেখতে চাই না।’ আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ী শেখ বাজারে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, হিউম্যানিটারিয়ান প্যাসেজের মতো বিষয়ে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

বর্তমান সংসদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ দেশে এখন কোনো এমপি নেই। জনগণের সমস্যা হলে তারা কোথায় যাবে? এ জন্য অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি চাকরির সুযোগ সৃষ্টি ও যুবসমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেবে।

পরে বড়খোঁচাবাড়ি হাইস্কুল মাঠে আরেকটি গণসংযোগ কর্মসূচিতে ফখরুল অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর দমনপীড়ন চালিয়েছে। তিনি বলেন, ‘১৫ বছর আমাদের ভোটের অধিকার ছিল না। আওয়ামী লীগ নিজেরাই সিল মেরে ক্ষমতায় এসেছে। এখন সেই অধিকার ফেরত পাওয়ার সুযোগ এসেছে।’

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নারীদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

প্রতিহিংসার রাজনীতি পরিহারের অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, সরকার পরিবর্তনের পর প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়া হবে। সব ধর্মের মানুষের সহাবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির সরকার মন্দির পাহারা দিয়েছিল। আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান—সবাইকে নিয়ে একসঙ্গে বাস করতে চাই।’

আওয়ামী লীগের বিরুদ্ধে আলেম-ওলামাদের ওপর নির্যাতনের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বরে মাদ্রাসাছাত্রদের ওপর গুলি চালানো হলেও আজ পর্যন্ত তার বিচার হয়নি।

গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত