Ajker Patrika

এনআইডি তৈরির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া সংবিধান পরিপন্থী: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনআইডি তৈরির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া সংবিধান পরিপন্থী: ব্যারিস্টার খোকন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি। 

মাহবুব উদ্দিন খোকন বিবৃতিতে বলেন, মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, এনআইডি কার্ড প্রস্তুতের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করা হলো। সরকারি এই সিদ্ধান্ত সংবিধানের ১১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধান পরিপন্থী। মন্ত্রিপরিষদ আরও সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচন কমিশন চাইলে ১৮ বছরের বেশি বয়সীদের তথ্য নিতে পারবে। 

সংবিধানের ১১৯ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকবে। 

ব্যারিস্টার খোকন বলেন, ‘ভোটার তালিকা এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র একই বিষয়বস্তু নয়। মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তের মাধ্যমে বড় ধরনের বিভ্রান্তির জন্ম দিয়েছে। নির্বাচনে স্বচ্ছতার জন্য প্রথমে ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে ভোটার আইডি কার্ডের ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। পরে এই ভোটার আইডি কার্ডের বহুবিধ ব্যবহারের জন্য এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড হিসেবে আইনের মাধ্যমে নামকরণ করা হয়। এই অবস্থায় মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের ষড়যন্ত্রের একধাপ অগ্রগতি ছাড়া আর কিছুই নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত