Ajker Patrika

১৫ বছরে তিন এমপির সম্পদ বেড়েছে ৯ হাজার শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১: ৪১
১৫ বছরে তিন এমপির সম্পদ বেড়েছে ৯ হাজার শতাংশের বেশি

গত তিন মেয়াদে প্রতিবারই নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের এমন তিন সংসদ সদস্যের বিপুল পরিমাণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে সুজন। বিগত ১৫ বছরে হলফনামা অনুযায়ী তাদের সম্পদ বেড়েছে নয় হাজার শতাংশের বেশি।

আজ মঙ্গলবার সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। 

নয় হাজার শতাংশের বেশি সম্পদ বেড়েছে জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও  নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর। তাদের মধ্যে এগিয়ে নূর-ই আলম চৌধুরী লিটন।

নূর-ই আলম চৌধুরী লিটনের ২০০৮ সালে সম্পদ ছিল ৬২ লাখ ৭০ হাজার ৪৭৩ টাকা। যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৬০ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৯৫ টাকায়। সেই হিসেবে সম্পদ বাড়ার হার ৯৫৯৬ শতাংশ।

নূর-ই আলম চৌধুরী লিটন, মির্জা আজম ও খালিদ মাহমুদ চৌধুরীএদিকে, মির্জা আজমের ২০০৮ সালে সম্পদ ছিল ১ কোটি ১ লাখ ৯৩ হাজার ৪০৫ টাকা যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৯৫ কোটি ২০ লাখ ৮৪৩ টাকায়। তাঁর সম্পদ বৃদ্ধির হার ৯২৩৯ শতাংশ। 

এছাড়া, খালিদ মাহমুদ চৌধুরীর সম্পদ বৃদ্ধির হার ৯২২৪ শতাংশ। ২০০৮ সালে ছিল ৫ লাখ ৬৯ হাজার ৮০০ টাকার সম্পদ। তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তাঁর সম্পদ বেড়ে হয়েছে ৫ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৩৬৯ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত