নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সচিবালয়ের আগুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১২ দলীয় জোট আয়োজিত দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের ছাত্রসমাজ, রাজনৈতিক সমাজ আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে জুলাইয়ের চাইতেও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই। কিন্তু আপনারা যদি জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হন, তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।’
জোটের প্রধান আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান–পরবর্তী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে জাতীয় ঐক্যবিরোধী শত্রুরাই সবচেয়ে বেশি খুশি হবে। এ ছাড়া সীমান্ত এবং পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, গতকাল পরিকল্পিতভাবে দুর্নীতির নথি ধ্বংস করার জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এবং সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। রাজপথে নামতে বাধ্য করবে না। অতি শিগগিরই রোডম্যাপ দিন। সংস্কারের নাম করে নির্বাচনে বিলম্ব করা যাবে না।’
সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) ’২৫ সালের জুনের মধ্যে নির্বাচন দিন। আমরা আশা করব, নববর্ষের দিন বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।’
সচিবালয়ের আগুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১২ দলীয় জোট আয়োজিত দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের ছাত্রসমাজ, রাজনৈতিক সমাজ আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে জুলাইয়ের চাইতেও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই। কিন্তু আপনারা যদি জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হন, তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।’
জোটের প্রধান আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান–পরবর্তী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে জাতীয় ঐক্যবিরোধী শত্রুরাই সবচেয়ে বেশি খুশি হবে। এ ছাড়া সীমান্ত এবং পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, গতকাল পরিকল্পিতভাবে দুর্নীতির নথি ধ্বংস করার জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এবং সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। রাজপথে নামতে বাধ্য করবে না। অতি শিগগিরই রোডম্যাপ দিন। সংস্কারের নাম করে নির্বাচনে বিলম্ব করা যাবে না।’
সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) ’২৫ সালের জুনের মধ্যে নির্বাচন দিন। আমরা আশা করব, নববর্ষের দিন বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।’
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৪ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ না থাকলে জুলাই অভ্যুত্থান সফল হতো না। অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনেও নারীর অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৪ ঘণ্টা আগেদাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে
৫ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
৬ ঘণ্টা আগে