Ajker Patrika

এমন কাউকে রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩০
এমন কাউকে রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন: কাদের

রাষ্ট্রপতি পদে ‘ইয়াজউদ্দিন’ নামের কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকেও রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার নির্বাচন ভবনে ২২তম রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমরা এমন কাউকে রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধবিরোধী ও স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি।’ 

আওয়ামী লীগ আগুন-সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়নি উল্লেখ করে কাদের বলেন, ‘সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। যার ক্যারিয়ার, গোটা জীবনই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।’ 

রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সিইসিকে ধন্যবাদ জানিয়ে কাদের বলেন, ‘যাচাই-বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনের ঘোষণাটি আমরা পেয়েছি। একটা কপি আমাদের দেওয়া হয়েছে।’ 

এই নির্বাচনে বিএনপির অনাগ্রহের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে তাদের আগ্রহ থাকবে না। দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো তা নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। এ নিয়ে আমরা অবাক হইনি।’ 

আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক চায়। তাই বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে—এমনটাই প্রত্যাশা কাদেরের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত