নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে বিক্ষোভকারীরা মঞ্চের সামনে অবস্থান নেন। নামাজের পর সেখানেই জড়ো হচ্ছেন এনসিপি ও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা।
যমুনার সামনে নামাজ আদায়ের পর মঞ্চে আসে একটি অংশ। এরপর পাশের বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাওয়া বিক্ষোভকারীরা একে একে সভাস্থলে আসছেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে বড় জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে, কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে। যমুনার প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন। সকল ৮টার দিকে যোগ দেয় জামায়াতে ইসলামী।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন:–
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে বিক্ষোভকারীরা মঞ্চের সামনে অবস্থান নেন। নামাজের পর সেখানেই জড়ো হচ্ছেন এনসিপি ও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা।
যমুনার সামনে নামাজ আদায়ের পর মঞ্চে আসে একটি অংশ। এরপর পাশের বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাওয়া বিক্ষোভকারীরা একে একে সভাস্থলে আসছেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে বড় জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে, কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে। যমুনার প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন। সকল ৮টার দিকে যোগ দেয় জামায়াতে ইসলামী।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন:–
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐকমত্যের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, সেই ঐকমত্য আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলব, যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণ তা চায় না। জনগণ চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে...
৩২ মিনিট আগেজনগণের সরকার না থাকলে কী হয়, তার উদাহরণ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকামুখী মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে৬ মে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। আসার পর থেকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন তিনি। এর মধ্যে ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবনেও যাওয়া-আসা করছেন তিনি।
৩ ঘণ্টা আগে