Ajker Patrika

জুমার নামাজের পর জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুমার নামাজের পর মিন্টো রোডে জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা
জুমার নামাজের পর মিন্টো রোডে জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

‎আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে বিক্ষোভকারীরা মঞ্চের সামনে অবস্থান নেন। নামাজের পর সেখানেই জড়ো হচ্ছেন এনসিপি ও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা।

যমুনার সামনে নামাজ আদায়ের পর মঞ্চে আসে একটি অংশ। এরপর পাশের বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাওয়া বিক্ষোভকারীরা একে একে সভাস্থলে আসছেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ‎

‎এর আগে বড় জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে, কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে। যমুনার প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন। সকল ৮টার দিকে যোগ দেয় জামায়াতে ইসলামী।

রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন:–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত