ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব শিক্ষক-বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে গতকাল শনিবার ১১টি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করেন। এ সময় তাঁরা ওই দাবি জানান।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রনেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখছেন। ছাত্ররাজনীতি বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিয়ে নেতৃত্বের বিকাশ করা, সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠন করা, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতারা।
ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্ররাজনীতির বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা কথা বলবেন। আমাদের এখন কাজ হলো, ক্লাস-পরীক্ষা শুরু করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের কার্যক্রম ও অন্যান্য বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।’
দুই দফা বৈঠকে প্রথমবার ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী, নৃবিজ্ঞানের নাইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফায় ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান, বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাবি শাখার সভাপতি সুহাইল আহমেদ শুভ প্রমুখ বৈঠকে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব শিক্ষক-বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে গতকাল শনিবার ১১টি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করেন। এ সময় তাঁরা ওই দাবি জানান।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রনেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখছেন। ছাত্ররাজনীতি বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিয়ে নেতৃত্বের বিকাশ করা, সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠন করা, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতারা।
ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্ররাজনীতির বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা কথা বলবেন। আমাদের এখন কাজ হলো, ক্লাস-পরীক্ষা শুরু করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের কার্যক্রম ও অন্যান্য বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।’
দুই দফা বৈঠকে প্রথমবার ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী, নৃবিজ্ঞানের নাইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফায় ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান, বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাবি শাখার সভাপতি সুহাইল আহমেদ শুভ প্রমুখ বৈঠকে অংশ নেন।
ইশরাক হোসেন বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তি বাক্স্বাধীনতা আছে, তার মানে এই নয় যে আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার-বহির্ভূত কথা বলছে, সেটিকে গণতন্ত্র বলে না। কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী...
৪ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে ভোট নয়, রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়াকেই একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনে পাঁচ বা সাত সদস্যের কমিটির যে দুটি প্রস্তাব এসেছে, আমরা কোনোটিরই বিরোধিতা করছি না।
৪ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। আজ রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।
৫ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আদালতের রায়ের ওপর বিএনপি আস্থা রাখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দলটি মনে করে, জাতীয় সংসদেরও সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনার। একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ
৫ ঘণ্টা আগে