Ajker Patrika

জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩৭
জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন 

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ‘রাষ্ট্রসংস্কারের রূপরেখা’ উত্থাপন করেছে নতুন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় এই রূপরেখা উত্থাপন করেছে সংগঠনটি। রূপরেখা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে তারা।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, তা মূলত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক সংকট। ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এ শিক্ষা দিয়েছে যে, এক দলের বদলে আরেক দল কিংবা এক সরকারের বদলিয়ে আরেক সরকার বসালেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। 

দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে সংবিধান সংশোধন করেও সংশোধিত সংবিধান বা সাংবিধানিক অধিকার রক্ষা করা যায় না জানিয়ে তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে বর্তমান বিনা ভোটের অবৈধ সরকারকে সরাতে হবে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার আইনকানুন ও সংবিধান শুধু সংশোধন করলেই হবে না, সামগ্রিকভাবে রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর সংস্কার করতে হবে।’ 

সংবিধান সংস্কারের উপায় আলোচনা করে হাসনাত কাইয়ুম বলেন, ‘সংবিধান সংস্কারের সবচেয়ে শান্তিপূর্ণ পথ হচ্ছে ৭০ সালের মতো সংবিধান সভার নির্বাচন করে বর্তমান সংবিধান সংস্কার করা। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের নির্বাচন শুধু একটা জাতীয় সরকারের অধীনেই আয়োজন করা সম্ভব।’ এ সময় তিনি জাতীয় সরকার গঠনের দাবিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

আলোচনা সভায় রূপরেখা উত্থাপন করেন সংগঠনটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সংগঠন সমালোচক রাখাল রাহা, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থ সমন্বয়ক দিদারুল ভূইয়া প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত