নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
১ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৮ ঘণ্টা আগে