Ajker Patrika

যুবসমাজের কর্মসংস্থান করে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ: আবদুস শহীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

টানা ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করলেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে আব্দুস শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশসেবায় আছি আমরা সংসদ সদস্য হিসেবে। এখন মন্ত্রী হিসেবে বৃহত্তর ক্ষেত্রে দেশসেবার সুযোগ পাব। এত দিন শুধু আমার সংসদীয় এলাকায় কাজ করার সুযোগ পেয়েছি। এখন মন্ত্রিসভায় সারা দেশে কাজ করার সুযোগ পাব। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই আমার মন্ত্রিত্ব চালাব।’

আগামীর চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকল কাজকর্ম যেন স্মার্টলি করা যায় এবং যুবসমাজের কর্মসংস্থানের সঠিক পথ তৈরি করে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ।’

নতুন মন্ত্রিসভা বহির্বিশ্ব থেকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে আব্দুস শহীদ বলেন, ‘মন্ত্রিসভার প্রধান প্রধানমন্ত্রী। তিনি যেভাবে পরামর্শ দেবেন, তাঁর সিদ্ধান্তগুলো উপস্থাপন করলে সেগুলো আলোচনার করে সমর্থন জানানোর দায়িত্ব আমাদের।’

আবদুস শহীদ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সাল থেকে তিনি টানা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত