নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপ দেবে। কী বার্তা পেলেন। বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এল না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।’
কাদের বলেন, ‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।’
বিএনপির পদযাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন। কোথায় হারিয়ে গেছে। ফখরুল, ফখরুল সাহেব।’
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ১৫ মিনিটের বক্তব্যে ১২ বার মুখে নিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
শান্তি সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপ দেবে। কী বার্তা পেলেন। বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এল না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।’
কাদের বলেন, ‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।’
বিএনপির পদযাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন। কোথায় হারিয়ে গেছে। ফখরুল, ফখরুল সাহেব।’
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ১৫ মিনিটের বক্তব্যে ১২ বার মুখে নিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
শান্তি সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
১১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ না থাকলে জুলাই অভ্যুত্থান সফল হতো না। অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনেও নারীর অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
১১ ঘণ্টা আগেদাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে
১২ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
১৩ ঘণ্টা আগে