Ajker Patrika

‘মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকার লুটপাট করছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকার লুটপাট করছে’

মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকার লুটপাট করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজনে রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা, দমন-পীড়ন, গুলি হত্যা বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

দেশে ব্যাপক আকারে লোডশেডিং চলছে, তা এই লুটপাটের কারণেই হচ্ছে। দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তা সিন্ডিকেটের কারণে বাড়ছে বলেও উল্লেখ করেন জুনায়েদ সাকি। তিনি বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য এনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’ 

শাহবাগ থেকে আবরার হত্যার বিচারের দাবিতে গ্রেপ্তার ২৪ জনের মুক্তির দাবি জানিয়ে জুনায়েদ সাকি বলেন, নিম্ন আদালত তাদের জামিন না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। এতে প্রমাণ হয় দেশের বিচার বিভাগের স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ক্ষমতায় গেলে তারা কোনো প্রতিহিংসার রাজনীতি করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি। 

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘গুম, খুনের কারণেই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। সরকার বিরোধীদের দমন করে আবারও ভোট ডাকাতির নির্বাচনের পাঁয়তারা করছে। এ জন্য অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। ভারতকে যেভাবে ট্রানজিট দেওয়া হয়েছে তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত