Ajker Patrika

সাংঘর্ষিক রাজনীতি পরিহার করতে হবে: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৬
সাংঘর্ষিক রাজনীতি পরিহার করতে হবে: তথ্যমন্ত্রী 

মানুষের কল্যাণের জন্য সাংঘর্ষিক রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে তিনি এমন আহ্বান জানান। 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘সংঘর্ষের রাজনীতি’ এবং ‘না’ বলার রাজনীতি জনগণের জন্য ক্ষতিকর। জনগণের কল্যাণের জন্য আমরা ‘সংঘর্ষ’ ও ‘না’ বলার রাজনীতি পরিহার করব এটাই আমার আহ্বান। 

হাছান মাহমুদ আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্বর আক্রমণ করা হয়েছে। মুসলিম বিশ্বকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী ওআইসির মাধ্যমে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছেন। 

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে যুগপৎ আন্দোলনের আহ্বান জানাই। সাম্য, ন্যায়বিচারের রাষ্ট্রব্যবস্থাকে এই সরকার ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী বিবেকের তাড়নায় নিজের অজান্তেই স্বীকার করেছেন, ভোট চোরদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় থাকতে পদত্যাগ করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার আহ্বান জানাই।’ 

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা আব্দুল মজিদ, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত