প্রবাসীদের আর কত ভোগাবেন?
ওরা পাসপোর্ট করবে, ভোগান্তি। ওরা ভিসা নেবে, জালিয়াতি। ওরা বিদেশে যাবে, টিকিট নেই। ওরা যেখানেই যাবে, দুর্ভোগ ওদের পিছু ছাড়ে না। ওরা প্রবাসী। বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়েরাখার শক্তি জোগায় ওরা। অথচ ওদের সমস্যাগুলোর সমাধান হয় না যথাসময়ে। এখন ওদের ভোগান্তি করোনার টিকা নিয়ে।