সম্পাদকীয়
একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের জাতির গর্ব, অথচ সময়ের ব্যবধানে মুক্তিযুদ্ধ নিয়েও বিতর্ক আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। জাতি হিসেবে এ সত্য অস্বীকার করার সুযোগ নেই যে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সব মানুষ একই কাতারে ছিল না। কোনো দেশেই কখনো সব মানুষ একটি বিষয়ে একইভাবে ভাবে না। চিন্তার বৈচিত্র্যই মানুষের বৈশিষ্ট্য।
মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপতার একটি বড় কারণ রাজনৈতিক বিভক্তি। তা ছাড়া গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাও সমাজে ভুল ধারণা তৈরিতে সহায়ক হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই বিতর্কিত করতে না দেওয়া। একাত্তর আমাদের গৌরবময় অতীত, এর ভিত্তি ধ্বংস হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্বও অনিশ্চিত হয়ে পড়বে। তাই একাত্তরের চেতনা থেকে বিচ্যুত না হয়ে, বরং এটিকে ঘিরেই ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তোলা প্রয়োজন।
বৈষম্য বিরোধিতা একাত্তরের মূলমন্ত্রগুলোর একটি। কিন্তু আশ্চর্যের বিষয়, মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও আমাদের সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থিক সামর্থ্য—প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য প্রকট। সবচেয়ে দুঃখজনক হলো, ধর্মবিশ্বাসকে ব্যবহার করে বৈষম্যকে বৈধতা দেওয়ার প্রয়াস। কেউ যদি নিজেকে ধার্মিক দাবি করেন, অথচ অপর ধর্ম বা ভিন্ন বিশ্বাসের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়?
মানবিক রাষ্ট্রের মূল ভিত্তি মানুষের জন্য ন্যায়বিচার ও সমান অধিকারের নিশ্চয়তা। ধর্মবিশ্বাস থাকুক বা না থাকুক, মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার সবার রয়েছে।
একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের চিন্তার বৈচিত্র্য মেনে নেওয়াই বড় কথা। মানুষ কখনো যন্ত্র নয়, তাদের চিন্তা, বিশ্বাস এবং মূল্যবোধ ভিন্ন হতেই পারে। তবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বৈচিত্র্যের মধ্য থেকে সঠিক দিকটি তুলে ধরা এবং সেটা গ্রহণ করার মানসিকতা তৈরি করা। একটি জাতিকে পরিচালনা করতে হলে পুরো জাতিকে যান্ত্রিক সমতাভাবে বিচার করা অসম্ভব। বরং তাদের চাহিদা, সামর্থ্য ও বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র যদি প্রকৃত সমতা নিশ্চিত করতে চায়, তাহলে প্রতিটি মানুষের প্রতি প্রয়োজনানুসারে দায়িত্বশীল হতে হবে।
সমতা মানে যে সব মানুষকে একই আকার-আকৃতি, ধ্যানধারণার মধ্যে বেঁধে দেওয়া নয়, সেটা বুঝতে হবে। এটি এমন একটি নীতির দাবি করে, যেখানে মানুষ তার প্রয়োজনমতো জীবিকার উপকরণ ও সুযোগ পায়। কেউ খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না, কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, কেউ শিক্ষালাভের সুযোগ হারাবে না—এটাই সমতার ভিত্তি।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একাত্তরের চেতনার আলোকে, সাম্য, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি আর সমাজব্যবস্থার প্রতিটি স্তরে একটাই প্রশ্ন রাখতে হবে—কীভাবে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ নিশ্চিত করা যায়।
বিভিন্ন মতবাদকে স্বীকার করে, মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং মুক্তিযুদ্ধের গৌরবকে অটুট রেখে বাংলাদেশ যে ঐক্যের পথে হাঁটতে পারে, সেটিই হবে এক নতুন দিনের সূচনা।
একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের জাতির গর্ব, অথচ সময়ের ব্যবধানে মুক্তিযুদ্ধ নিয়েও বিতর্ক আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। জাতি হিসেবে এ সত্য অস্বীকার করার সুযোগ নেই যে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সব মানুষ একই কাতারে ছিল না। কোনো দেশেই কখনো সব মানুষ একটি বিষয়ে একইভাবে ভাবে না। চিন্তার বৈচিত্র্যই মানুষের বৈশিষ্ট্য।
মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপতার একটি বড় কারণ রাজনৈতিক বিভক্তি। তা ছাড়া গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাও সমাজে ভুল ধারণা তৈরিতে সহায়ক হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই বিতর্কিত করতে না দেওয়া। একাত্তর আমাদের গৌরবময় অতীত, এর ভিত্তি ধ্বংস হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্বও অনিশ্চিত হয়ে পড়বে। তাই একাত্তরের চেতনা থেকে বিচ্যুত না হয়ে, বরং এটিকে ঘিরেই ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তোলা প্রয়োজন।
বৈষম্য বিরোধিতা একাত্তরের মূলমন্ত্রগুলোর একটি। কিন্তু আশ্চর্যের বিষয়, মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও আমাদের সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থিক সামর্থ্য—প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য প্রকট। সবচেয়ে দুঃখজনক হলো, ধর্মবিশ্বাসকে ব্যবহার করে বৈষম্যকে বৈধতা দেওয়ার প্রয়াস। কেউ যদি নিজেকে ধার্মিক দাবি করেন, অথচ অপর ধর্ম বা ভিন্ন বিশ্বাসের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়?
মানবিক রাষ্ট্রের মূল ভিত্তি মানুষের জন্য ন্যায়বিচার ও সমান অধিকারের নিশ্চয়তা। ধর্মবিশ্বাস থাকুক বা না থাকুক, মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার সবার রয়েছে।
একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের চিন্তার বৈচিত্র্য মেনে নেওয়াই বড় কথা। মানুষ কখনো যন্ত্র নয়, তাদের চিন্তা, বিশ্বাস এবং মূল্যবোধ ভিন্ন হতেই পারে। তবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বৈচিত্র্যের মধ্য থেকে সঠিক দিকটি তুলে ধরা এবং সেটা গ্রহণ করার মানসিকতা তৈরি করা। একটি জাতিকে পরিচালনা করতে হলে পুরো জাতিকে যান্ত্রিক সমতাভাবে বিচার করা অসম্ভব। বরং তাদের চাহিদা, সামর্থ্য ও বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র যদি প্রকৃত সমতা নিশ্চিত করতে চায়, তাহলে প্রতিটি মানুষের প্রতি প্রয়োজনানুসারে দায়িত্বশীল হতে হবে।
সমতা মানে যে সব মানুষকে একই আকার-আকৃতি, ধ্যানধারণার মধ্যে বেঁধে দেওয়া নয়, সেটা বুঝতে হবে। এটি এমন একটি নীতির দাবি করে, যেখানে মানুষ তার প্রয়োজনমতো জীবিকার উপকরণ ও সুযোগ পায়। কেউ খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না, কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, কেউ শিক্ষালাভের সুযোগ হারাবে না—এটাই সমতার ভিত্তি।
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একাত্তরের চেতনার আলোকে, সাম্য, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি আর সমাজব্যবস্থার প্রতিটি স্তরে একটাই প্রশ্ন রাখতে হবে—কীভাবে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ নিশ্চিত করা যায়।
বিভিন্ন মতবাদকে স্বীকার করে, মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং মুক্তিযুদ্ধের গৌরবকে অটুট রেখে বাংলাদেশ যে ঐক্যের পথে হাঁটতে পারে, সেটিই হবে এক নতুন দিনের সূচনা।
রুমিন ফারহানা বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। তিনি সংরক্ষিত নারী আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫ ঘণ্টা আগেদেশে প্রতিবছর বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের সময় মাঝে মাঝে সংবাদ চোখে পড়ে যে প্রকল্পের ভবন নির্মাণ করতে গিয়ে গাছ কাটা পড়ছে, বনভূমি উজাড় হচ্ছে, খাল ও জলাভূমি ভরাট হচ্ছে, নির্মাণস্থলে নির্মাণকাজের ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি কোনো কোনো প্রকল্প গ্রহণের ফলে পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব...
৫ ঘণ্টা আগেপাহাড় রক্ষা করা যখন খুবই জরুরি, তখন সে পাহাড় কেটে গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনছে একদল দুর্বৃত্ত। খাগড়াছড়ির পানছড়ি এলাকায় অবাধে পাহাড় কাটা হচ্ছে, অথচ সরকারি কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন।
৫ ঘণ্টা আগে১৯৪৯ সালের ২৩ জুন মওলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তাঁকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক। পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয়।
১ দিন আগে