সম্পাদকীয়
মোহাম্মদপুর থানার ওসি সাহেব ঠিক কথাটাই বলেছেন। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে বলেছেন, ‘আমি ওসি হয়েও কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’ এই নির্ভীক সত্যকথনের জন্য ওসি মহোদয় সাধুবাদ পেতেই পারেন। কে আর এত সুন্দর করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল-হকিকতের বয়ান করতে পারতেন? সত্যিই তো! এত দামি ফোন দেখলে পথের মাস্তানের কি সেটা ব্যবহার করতে ইচ্ছে হবে না? এই লোভেই কি সেই মাস্তান যেকোনো মূল্যে ফোনটি করায়ত্ত করার চেষ্টা করবে না? ঢাকা শহরের প্রতিটি স্পটে কি পুলিশি পাহারা বসানো সম্ভব? রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতায় এক পণ্ডিতের পরামর্শ ছিল, পুরো দেশটাই চামড়া দিয়ে ঢেকে দেওয়ার। তেমনি পুরো রাজধানী কি পুলিশের নজরদারির মধ্যে আনা সম্ভব? তাই বুঝি ছিনতাই এড়াতে কম দামি ফোন ব্যবহার করাই বেহতর। ছিনতাইকারীর তাতে দোষ কী?
ঢাকার মোহাম্মদপুরে মোবাইল ফোন ছিনতাই, এরপর থানায় ঘটা নাটক নিয়ে এক ভুক্তভোগী তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে যা লিখেছেন, তা নিয়ে সংবাদ বেরিয়েছে ২৬ জুলাইয়ের আজকের পত্রিকায়।
শুধু ওসি নন, থানায় যাঁদের সঙ্গে কাজ ছিল, তাঁরা সবাই ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ করেছেন। তাচ্ছিল্য করেছেন। ফেসবুকে ভুক্তভোগীর পোস্ট দেখে তাঁদের কয়েকজনকে প্রত্যাহার করা হয়েছে বটে, কিন্তু তাতে কি ভবিষ্যতে তাঁদের এই নিষ্ঠুর আচরণ কমবে? ছিনতাইকারী ভুক্তভোগীর শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছিল, সেটা দেখেও ‘সহৃদয়’ পুলিশ সদস্য শার্টের বোতাম লাগাতে বলেছেন। অকুস্থলে গিয়ে ছিনতাইকারীদের শনাক্ত করার পরও পুলিশ তা পাত্তা দেয়নি। পরে এসে চুলচেরা তদন্ত হবে বলে সেখান থেকে বিদায় নিয়েছে। পুলিশের উপযুক্ত কাজই বটে!
এবার একটা সহজ প্রশ্নের উত্তর জানতে চাই। একজন ওসির বেতন কত? সৎভাবে জীবনযাপন করলে একজন ওসির হাতে কত টাকা দামের মোবাইল ফোন থাকা উচিত? আমাদের দেশে থানা-পুলিশ করতে গেলে অনেক সময় কীভাবে টাকার শ্রাদ্ধ হয়, তা ভুক্তভোগীমাত্রই জানেন। এমনও শোনা গেছে, কোনো কোনো পুলিশ কর্মকর্তার কাছে বেতনটা খুব গুরুত্বপূর্ণ নয়, নানাভাবে অর্থ উপার্জনের যে অলিগলিগুলো আছে, তার সন্ধান পেলেই তাঁদের ব্যক্তিগত সম্পদ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সম্প্রতি পুলিশের একজন সাবেক বড় কর্মকর্তার একটি বাড়িতে অভিযান চালিয়ে যে মালপত্র জব্দ করা হয়েছে, আলাদিনের জাদুর চেরাগ হাতে পেলেও একসঙ্গে এনে তা হাজির করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে। এই হিসেবে ওসি সাহেব নিজের কম মূল্যমানের ফোনের কথা স্মরণ করিয়ে দিয়ে ভালো করেছেন। তাঁকে অন্তত তাঁর পূর্বতন ‘বস’-এর মতো দুই হাতে টাকা কামানোর যন্ত্র হিসেবে বিবেচনা করা যাবে না।
প্রশ্ন হচ্ছে, থানা ও ছিনতাইয়ের স্পটে পুলিশের লোকেরা যা বললেন, যা করলেন, তার কোনোটাই কি তাঁদের কর্তব্যপরায়ণতা, সততা কিংবা নিয়মানুবর্তিতার পরিচয় দেয়? এই যদি হয় সেবার নমুনা, তাহলে জনগণ যাবে কোথায়?
মোহাম্মদপুর থানার ওসি সাহেব ঠিক কথাটাই বলেছেন। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে বলেছেন, ‘আমি ওসি হয়েও কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’ এই নির্ভীক সত্যকথনের জন্য ওসি মহোদয় সাধুবাদ পেতেই পারেন। কে আর এত সুন্দর করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল-হকিকতের বয়ান করতে পারতেন? সত্যিই তো! এত দামি ফোন দেখলে পথের মাস্তানের কি সেটা ব্যবহার করতে ইচ্ছে হবে না? এই লোভেই কি সেই মাস্তান যেকোনো মূল্যে ফোনটি করায়ত্ত করার চেষ্টা করবে না? ঢাকা শহরের প্রতিটি স্পটে কি পুলিশি পাহারা বসানো সম্ভব? রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতায় এক পণ্ডিতের পরামর্শ ছিল, পুরো দেশটাই চামড়া দিয়ে ঢেকে দেওয়ার। তেমনি পুরো রাজধানী কি পুলিশের নজরদারির মধ্যে আনা সম্ভব? তাই বুঝি ছিনতাই এড়াতে কম দামি ফোন ব্যবহার করাই বেহতর। ছিনতাইকারীর তাতে দোষ কী?
ঢাকার মোহাম্মদপুরে মোবাইল ফোন ছিনতাই, এরপর থানায় ঘটা নাটক নিয়ে এক ভুক্তভোগী তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে যা লিখেছেন, তা নিয়ে সংবাদ বেরিয়েছে ২৬ জুলাইয়ের আজকের পত্রিকায়।
শুধু ওসি নন, থানায় যাঁদের সঙ্গে কাজ ছিল, তাঁরা সবাই ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ করেছেন। তাচ্ছিল্য করেছেন। ফেসবুকে ভুক্তভোগীর পোস্ট দেখে তাঁদের কয়েকজনকে প্রত্যাহার করা হয়েছে বটে, কিন্তু তাতে কি ভবিষ্যতে তাঁদের এই নিষ্ঠুর আচরণ কমবে? ছিনতাইকারী ভুক্তভোগীর শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছিল, সেটা দেখেও ‘সহৃদয়’ পুলিশ সদস্য শার্টের বোতাম লাগাতে বলেছেন। অকুস্থলে গিয়ে ছিনতাইকারীদের শনাক্ত করার পরও পুলিশ তা পাত্তা দেয়নি। পরে এসে চুলচেরা তদন্ত হবে বলে সেখান থেকে বিদায় নিয়েছে। পুলিশের উপযুক্ত কাজই বটে!
এবার একটা সহজ প্রশ্নের উত্তর জানতে চাই। একজন ওসির বেতন কত? সৎভাবে জীবনযাপন করলে একজন ওসির হাতে কত টাকা দামের মোবাইল ফোন থাকা উচিত? আমাদের দেশে থানা-পুলিশ করতে গেলে অনেক সময় কীভাবে টাকার শ্রাদ্ধ হয়, তা ভুক্তভোগীমাত্রই জানেন। এমনও শোনা গেছে, কোনো কোনো পুলিশ কর্মকর্তার কাছে বেতনটা খুব গুরুত্বপূর্ণ নয়, নানাভাবে অর্থ উপার্জনের যে অলিগলিগুলো আছে, তার সন্ধান পেলেই তাঁদের ব্যক্তিগত সম্পদ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সম্প্রতি পুলিশের একজন সাবেক বড় কর্মকর্তার একটি বাড়িতে অভিযান চালিয়ে যে মালপত্র জব্দ করা হয়েছে, আলাদিনের জাদুর চেরাগ হাতে পেলেও একসঙ্গে এনে তা হাজির করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে। এই হিসেবে ওসি সাহেব নিজের কম মূল্যমানের ফোনের কথা স্মরণ করিয়ে দিয়ে ভালো করেছেন। তাঁকে অন্তত তাঁর পূর্বতন ‘বস’-এর মতো দুই হাতে টাকা কামানোর যন্ত্র হিসেবে বিবেচনা করা যাবে না।
প্রশ্ন হচ্ছে, থানা ও ছিনতাইয়ের স্পটে পুলিশের লোকেরা যা বললেন, যা করলেন, তার কোনোটাই কি তাঁদের কর্তব্যপরায়ণতা, সততা কিংবা নিয়মানুবর্তিতার পরিচয় দেয়? এই যদি হয় সেবার নমুনা, তাহলে জনগণ যাবে কোথায়?
ধরে নিচ্ছি নির্বাচন হবে। তবে কবে হবে, সে বিষয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা যাবে না। ধরে নিচ্ছি, খুব শিগগির নির্বাচনী তফসিল ঘোষণা হবে, কিন্তু অরাজকতা সৃষ্টি করে তা বানচালের চেষ্টা হবে না, এ রকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সবটা মিলে যে ভজকট পাকিয়ে ফেলা হয়েছে,
৭ ঘণ্টা আগেনেত্রকোনা পুলিশ লাইনস স্কুলে দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছিল অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রকোনায় পদযাত্রা করবে বলে। তাদের কর্মসূচিতে আসা নিরাপত্তা প্রদানকারী পুলিশ এই স্কুলে অবস্থান করবে—এমনটা উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ একটি বন্ধের নোটিশ দেয়
৭ ঘণ্টা আগে২৪ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক তরুণী জানালেন, তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে আপস করেছেন। তিনি আর মামলা চালাতে চান না। আদালত মামলাটি খারিজ করে দিলেন। প্রথম শুনলে এটি খুব সাধারণ ঘটনা মনে হতে পারে। পরিবারে তো সমস্যা হতেই পারে; ঝগড়া-বিবাদ, মান-অভিমান শেষে আপস-মীমাংসা তো হতেই পারে।
১৬ ঘণ্টা আগেআমাদের দেশে শিল্প-সাহিত্য-নাটক-সংগীত-চলচ্চিত্র হারাম হিসেবে পরিগণিত হয় বিশেষ একটি গোষ্ঠীর কাছে। এই গোষ্ঠীর কাছে ধর্ম যতটা নয়, তারচেয়ে বেশি বড় রক্ষণশীলতা, তাই প্রতিটি জায়গায় এরা চরম প্রতিক্রিয়া দেখায়। জুলাই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে যাওয়ার পর যা বোঝা যাচ্ছে, তা হলো বাংলাদেশ...
১ দিন আগে