সম্পাদকীয়
আজকের পত্রিকার বিনোদন ডেস্ক মারফত একটি দারুণ তথ্য জানা গেল। ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর বিটলস গ্রুপ-খ্যাত জন লেনন একটি চিঠি লিখেছিলেন সুগায়ক ও গিটারিস্ট এরিক ক্ল্যাপটনকে। তত দিনে বিটলস ছেড়েছেন লেনন, নতুন স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে কাটাচ্ছেন রোমান্টিক সময়। গান নিয়ে মগ্ন আছেন। আর খবরটি থেকে এ কথাও জানা যাচ্ছে, এরিক ক্ল্যাপটন একসময় লেননের সঙ্গে বাজিয়েছেন গিটার। ছিলেন লিড গিটারিস্ট। ১৯৬৯ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল সেই সম্পর্কের স্থিতি। এরপর আলাদা হয়ে যান তাঁরা। একাত্তরে এসে আবার লেনন এগিয়ে আসেন মাদকাসক্ত ক্ল্যাপটনের সাহায্যার্থে। সে সময়ই ক্ল্যাপটনকে ৮ পৃষ্ঠার চিঠিটি লেখেন লেনন।
১৯৭১ সালের সেপ্টেম্বরে এই চিঠি লেখার আগেই লেননের সঙ্গে দেখা হতে পারত এরিক ক্ল্যাপটনের। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামের যে কনসার্টটির আয়োজন করেছিলেন রবি শঙ্কর ও আরেক বিটল জর্জ হ্যারিসন মিলে, তাতে লেননকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল এরিক ক্ল্যাপটনকেও। লেনন এই কনসার্টে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর ছিল এক শর্ত—লেননের সঙ্গে ইয়োকো ওনোকেও কনসার্টে অংশ নিতে দিতে হবে। এই শর্ত মেনে নেননি জর্জ হ্যারিসন। অনেকেই মনে করে থাকেন, ষাটের দশকে বিশ্ব মাতিয়ে দেওয়া ব্রিটিশ ছোকরা চতুষ্টয়ের তৈরি বিটলস ব্যান্ডটি ষাটের শেষে ভেঙে যাওয়ার একটি বড় কারণ ছিল ইয়োকো ওনোর সঙ্গে লেননের সম্পর্কের বিষয়টি। জর্জ হ্যারিসন, জন লেনন, পল ম্যাকার্টনি আর রিঙ্গো স্টার যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই ভেঙে গেল দলটি। কিন্তু ইংরেজি গানের যাঁরা ভক্ত, তাঁরা বিটলসের মনমাতানো পারফরম্যান্সের কথা ভোলেন না।
১৯৭১ সালের পয়লা আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৫০ হাজার মানুষ এসেছিল কনসার্ট দেখার জন্য। একটি নয়, দুটি কনসার্ট করা হয়েছিল সেদিন। প্রায় আড়াই লাখ ডলার উঠেছিল সে কনসার্ট থেকে। কনসার্টে যে সাংবাদিকেরা এসেছিলেন পত্রিকার পক্ষ থেকে, তাঁরা বিনে পয়সায় কনসার্ট দেখেননি। তাঁরাও একটি মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন কনসার্ট কর্তৃপক্ষের কাছে। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ইউনিসেফের কাছে হস্তান্তর করা হয়।
আমরা জানি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব জনমত তৈরিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনবদ্য ভূমিকা রেখেছে। জন লেনন যদি সে কনসার্টে অংশ নিতেন, তাহলে তা বিটলস-ভক্তদের মন ভরিয়ে দিত। আর সেখানেই দেখা হয়ে যেতে পারত জন লেননের সঙ্গে এরিক ক্ল্যাপটনের। তাহলে হয়তো লেনন এই বিশাল চিঠিটি লিখতেন না ক্ল্যাপটনকে। তার আগেই তাঁরা সামনাসামনি কথা বলে নিতে পারতেন।
এই চিঠির সূত্রে ১৯৭১ সালকে আবার অনুভব করা গেল। কত ঘটনাই না ঘটে থাকে পৃথিবীতে। যে ঘটনা স্পর্শ করে মনকে, তার রেশ থেকে যায় আজীবন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ এক অনন্য নাম। সেই সালটিতে যা যা ঘটেছে, তার সঙ্গে নিজেদের ইতিহাস মিলিয়ে দেখতে ভালো লাগে।
আজকের পত্রিকার বিনোদন ডেস্ক মারফত একটি দারুণ তথ্য জানা গেল। ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর বিটলস গ্রুপ-খ্যাত জন লেনন একটি চিঠি লিখেছিলেন সুগায়ক ও গিটারিস্ট এরিক ক্ল্যাপটনকে। তত দিনে বিটলস ছেড়েছেন লেনন, নতুন স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে কাটাচ্ছেন রোমান্টিক সময়। গান নিয়ে মগ্ন আছেন। আর খবরটি থেকে এ কথাও জানা যাচ্ছে, এরিক ক্ল্যাপটন একসময় লেননের সঙ্গে বাজিয়েছেন গিটার। ছিলেন লিড গিটারিস্ট। ১৯৬৯ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল সেই সম্পর্কের স্থিতি। এরপর আলাদা হয়ে যান তাঁরা। একাত্তরে এসে আবার লেনন এগিয়ে আসেন মাদকাসক্ত ক্ল্যাপটনের সাহায্যার্থে। সে সময়ই ক্ল্যাপটনকে ৮ পৃষ্ঠার চিঠিটি লেখেন লেনন।
১৯৭১ সালের সেপ্টেম্বরে এই চিঠি লেখার আগেই লেননের সঙ্গে দেখা হতে পারত এরিক ক্ল্যাপটনের। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামের যে কনসার্টটির আয়োজন করেছিলেন রবি শঙ্কর ও আরেক বিটল জর্জ হ্যারিসন মিলে, তাতে লেননকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল এরিক ক্ল্যাপটনকেও। লেনন এই কনসার্টে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর ছিল এক শর্ত—লেননের সঙ্গে ইয়োকো ওনোকেও কনসার্টে অংশ নিতে দিতে হবে। এই শর্ত মেনে নেননি জর্জ হ্যারিসন। অনেকেই মনে করে থাকেন, ষাটের দশকে বিশ্ব মাতিয়ে দেওয়া ব্রিটিশ ছোকরা চতুষ্টয়ের তৈরি বিটলস ব্যান্ডটি ষাটের শেষে ভেঙে যাওয়ার একটি বড় কারণ ছিল ইয়োকো ওনোর সঙ্গে লেননের সম্পর্কের বিষয়টি। জর্জ হ্যারিসন, জন লেনন, পল ম্যাকার্টনি আর রিঙ্গো স্টার যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই ভেঙে গেল দলটি। কিন্তু ইংরেজি গানের যাঁরা ভক্ত, তাঁরা বিটলসের মনমাতানো পারফরম্যান্সের কথা ভোলেন না।
১৯৭১ সালের পয়লা আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৫০ হাজার মানুষ এসেছিল কনসার্ট দেখার জন্য। একটি নয়, দুটি কনসার্ট করা হয়েছিল সেদিন। প্রায় আড়াই লাখ ডলার উঠেছিল সে কনসার্ট থেকে। কনসার্টে যে সাংবাদিকেরা এসেছিলেন পত্রিকার পক্ষ থেকে, তাঁরা বিনে পয়সায় কনসার্ট দেখেননি। তাঁরাও একটি মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন কনসার্ট কর্তৃপক্ষের কাছে। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ইউনিসেফের কাছে হস্তান্তর করা হয়।
আমরা জানি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব জনমত তৈরিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনবদ্য ভূমিকা রেখেছে। জন লেনন যদি সে কনসার্টে অংশ নিতেন, তাহলে তা বিটলস-ভক্তদের মন ভরিয়ে দিত। আর সেখানেই দেখা হয়ে যেতে পারত জন লেননের সঙ্গে এরিক ক্ল্যাপটনের। তাহলে হয়তো লেনন এই বিশাল চিঠিটি লিখতেন না ক্ল্যাপটনকে। তার আগেই তাঁরা সামনাসামনি কথা বলে নিতে পারতেন।
এই চিঠির সূত্রে ১৯৭১ সালকে আবার অনুভব করা গেল। কত ঘটনাই না ঘটে থাকে পৃথিবীতে। যে ঘটনা স্পর্শ করে মনকে, তার রেশ থেকে যায় আজীবন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ এক অনন্য নাম। সেই সালটিতে যা যা ঘটেছে, তার সঙ্গে নিজেদের ইতিহাস মিলিয়ে দেখতে ভালো লাগে।
বাংলাদেশে মৌলবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এক দিক দিয়ে এটা অত্যন্ত অপ্রত্যাশিত। কেননা বাংলাদেশের অভ্যুদয় ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান ও পরাভূত করে। কিন্তু পরাভূত শক্তি আবার ফিরে এসেছে। তার পরাজয়টা কেবল যে সশস্ত্র যুদ্ধক্ষেত্রে ঘটেছিল তা নয়, ঘটেছিল আদর্শিকভাবেও। তাহলে কেন তার পুনরুত্থান?
৯ ঘণ্টা আগেপাকিস্তান সে দেশে বসবাস করা আফগান শরণার্থীদের ব্যাপকভাবে বহিষ্কার করতে শুরু করেছে। চলতি এপ্রিলের মধ্যে ৮০ হাজার শরণার্থীকে ফেরত পাঠানোর লক্ষ্য রয়েছে পাকিস্তান সরকারের। বলা যায়, এই সিদ্ধান্ত আফগান শরণার্থীদের কাছে বজ্রাঘাতের মতো হয়ে এসেছে। কোথায় যাবে তারা? তালেবানশাসিত আফগানিস্তানে ফেরার মতো অবস্থা
৯ ঘণ্টা আগেআমরা যুদ্ধবিরোধী। আন্তর্জাতিক অঙ্গনে বা যেকোনো দেশে যুদ্ধ মানেই মানুষের বিপদ। খেয়াল করবেন, বিশ্ব বদলে গেছে। আগে দুনিয়ার যেকোনো জায়গায় একটা বোমা ফাটলেই মানুষ নড়েচড়ে বসত। খবর হয়ে যেত সারা পৃথিবীতে। এখন আর তেমন হয় না। গাজায় আক্রান্ত সভ্যতা ও মানুষের জীবন। যারা মারছে তারা বেপরোয়া। অথচ মানুষের মনে আফসোস
৯ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিয়ালখোওয়া উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে সপ্তাহে প্রতি শনি ও বুধবার হাট বসে। এ ছাড়া বাকি পাঁচ দিনই প্রতিষ্ঠানটির মাঠে বসে দৈনিক বাজার। হাটের কার্যক্রম শুরু হয় সকাল থেকে। সারা দিন চলে বেচাকেনা। এ মাঠে আর
৯ ঘণ্টা আগে