Ajker Patrika

লেনন, ক্ল্যাপটন ও ১৯৭১

সম্পাদকীয়
Thumbnail image

আজকের পত্রিকার বিনোদন ডেস্ক মারফত একটি দারুণ তথ্য জানা গেল। ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর বিটলস গ্রুপ-খ্যাত জন লেনন একটি চিঠি লিখেছিলেন সুগায়ক ও গিটারিস্ট এরিক ক্ল্যাপটনকে। তত দিনে বিটলস ছেড়েছেন লেনন, নতুন স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে কাটাচ্ছেন রোমান্টিক সময়। গান নিয়ে মগ্ন আছেন। আর খবরটি থেকে এ কথাও জানা যাচ্ছে, এরিক ক্ল্যাপটন একসময় লেননের সঙ্গে বাজিয়েছেন গিটার। ছিলেন লিড গিটারিস্ট। ১৯৬৯ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল সেই সম্পর্কের স্থিতি। এরপর আলাদা হয়ে যান তাঁরা। একাত্তরে এসে আবার লেনন এগিয়ে আসেন মাদকাসক্ত ক্ল্যাপটনের সাহায্যার্থে। সে সময়ই ক্ল্যাপটনকে ৮ পৃষ্ঠার চিঠিটি লেখেন লেনন।

১৯৭১ সালের সেপ্টেম্বরে এই চিঠি লেখার আগেই লেননের সঙ্গে দেখা হতে পারত এরিক ক্ল্যাপটনের। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামের যে কনসার্টটির আয়োজন করেছিলেন রবি শঙ্কর ও আরেক বিটল জর্জ হ্যারিসন মিলে, তাতে লেননকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল এরিক ক্ল্যাপটনকেও। লেনন এই কনসার্টে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর ছিল এক শর্ত—লেননের সঙ্গে ইয়োকো ওনোকেও কনসার্টে অংশ নিতে দিতে হবে। এই শর্ত মেনে নেননি জর্জ হ্যারিসন। অনেকেই মনে করে থাকেন, ষাটের দশকে বিশ্ব মাতিয়ে দেওয়া ব্রিটিশ ছোকরা চতুষ্টয়ের তৈরি বিটলস ব্যান্ডটি ষাটের শেষে ভেঙে যাওয়ার একটি বড় কারণ ছিল ইয়োকো ওনোর সঙ্গে লেননের সম্পর্কের বিষয়টি। জর্জ হ্যারিসন, জন লেনন, পল ম্যাকার্টনি আর রিঙ্গো স্টার যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই ভেঙে গেল দলটি। কিন্তু ইংরেজি গানের যাঁরা ভক্ত, তাঁরা বিটলসের মনমাতানো পারফরম্যান্সের কথা ভোলেন না।

১৯৭১ সালের পয়লা আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৫০ হাজার মানুষ এসেছিল কনসার্ট দেখার জন্য। একটি নয়, দুটি কনসার্ট করা হয়েছিল সেদিন। প্রায় আড়াই লাখ ডলার উঠেছিল সে কনসার্ট থেকে। কনসার্টে যে সাংবাদিকেরা এসেছিলেন পত্রিকার পক্ষ থেকে, তাঁরা বিনে পয়সায় কনসার্ট দেখেননি। তাঁরাও একটি মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন কনসার্ট কর্তৃপক্ষের কাছে। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ইউনিসেফের কাছে হস্তান্তর করা হয়।

আমরা জানি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব জনমত তৈরিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনবদ্য ভূমিকা রেখেছে। জন লেনন যদি সে কনসার্টে অংশ নিতেন, তাহলে তা বিটলস-ভক্তদের মন ভরিয়ে দিত। আর সেখানেই দেখা হয়ে যেতে পারত জন লেননের সঙ্গে এরিক ক্ল্যাপটনের। তাহলে হয়তো লেনন এই বিশাল চিঠিটি লিখতেন না ক্ল্যাপটনকে। তার আগেই তাঁরা সামনাসামনি কথা বলে নিতে পারতেন।

এই চিঠির সূত্রে ১৯৭১ সালকে আবার অনুভব করা গেল। কত ঘটনাই না ঘটে থাকে পৃথিবীতে। যে ঘটনা স্পর্শ করে মনকে, তার রেশ থেকে যায় আজীবন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ এক অনন্য নাম। সেই সালটিতে যা যা ঘটেছে, তার সঙ্গে নিজেদের ইতিহাস মিলিয়ে দেখতে ভালো লাগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত