সম্পাদকীয়
সমাজের মধ্যে কিছু মানুষ বিনা পরিশ্রমে সম্পত্তির মালিক হতে চান। সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক মাত্রায় বিস্তৃত হয়েছে। ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার খবর অহরহ প্রকাশ পাচ্ছে এখন। এসব কাজ করে সম্পদের মালিক হচ্ছেন আমাদের দেশের একশ্রেণির প্রভাবশালী মানুষ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ সে প্রক্রিয়ায় টাকার মালিক হতে পারেন না বলে সম্ভবত গুপ্তধনের বদৌলতে সম্পদের মালিক হতে চান।
এ রকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে। লেবু মিয়া নামের এক যুবক মাটি কাটার সময় গ্রেনেডকে গুপ্তধন ভেবে বাড়িতে এনে কখনো বিছানায় আবার কখনো বালিশের নিচে রেখেছেন। এ নিয়ে আজকের পত্রিকায় ৩ ডিসেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
সম্পদের লোভ কার না থাকে! ছোটবেলায় অনেকের রূপকথার সে গল্প শোনারও অভিজ্ঞতা আছে। সোনার হাঁড়ি খুঁজে পাওয়ার গল্পও আমরা শুনেছি দাদা-দাদির মুখে। কিন্তু বাস্তবে গুপ্তধন ভেবে কেউ যদি গ্রেনেড পেয়ে যায়, সেটা একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়।
মাসখানেক পর লেবু মিয়া যখন পাওয়া বস্তুটি ভাঙার চেষ্টা করেন, তখনই আসল ব্যাপারটি তিনিসহ তাঁর পরিবারের লোকজনের কাছে উন্মোচিত হয়ে যায়। বারবার ভাঙার চেষ্টার পর যখন সেটি আর ভাঙা সম্ভব হয় না, তখন বুঝতে পারেন, বস্তুটি আসলে গুপ্তধন নয়। সেটা বোমাসদৃশ কোনো বস্তু। অবশেষে তাঁরা বিজিবির সাহায্য নিয়ে জানতে পারেন বস্তুটি আসলে একটি গ্রেনেড। ঘটনাটি তাঁরা না লুকিয়ে বিজিবির সাহায্য নিয়ে বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন। মরচেপড়া গ্রেনেডটি হয়তো মুক্তিযুদ্ধ বা তার আগের কোনো এক সময়ের পতিত গ্রেনেড। কিন্তু যেকোনো যুদ্ধের প্রাচীন এই ধ্বংসাত্মক অস্ত্রটি যে এত দিন লেবু মিয়ার বালিশের নিচে ছদ্মবেশে শুয়ে ছিল, তা ভাবলে সত্যিই গা শিউরে ওঠে।
ঘটনাটি যেমন হাস্যরসাত্মক, তেমনি শিক্ষণীয়ও। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি প্রাপ্তিই ভালো নয়। বিশেষত, মাটির নিচ থেকে পাওয়া বিশেষ বস্তুগুলো যে গুপ্তধন হবে, তা নয়। এগুলো বিপজ্জনক, এমনকি প্রাণঘাতীও হতে পারে।
সামাজিক বাস্তবতায় এমন ঘটনা নতুন নয়। লোককথার প্রতি মানুষের সহজাত আকর্ষণ কখনো কখনো যুক্তি আর বাস্তবতাকে ম্লান করে দেয়। তবু আমাদের এমন কাণ্ডকারখানার মাঝে একরাশ রোমাঞ্চ আর অদ্ভুত সুন্দর গল্প লুকিয়ে থাকে। নবীনগরের এই ঘটনা নিশ্চয় লেবু মিয়ার জীবনের অন্যতম ‘গুপ্তধন স্মৃতি’ হয়ে থাকবে। তবে আমাদের সবার এ থেকে বিশেষ কিছু শিক্ষণীয় ব্যাপার আছে।
ঘটনাটি শিক্ষণীয় গল্প হিসেবে নিলে সবারই লাভ হবে। কারও জীবনে এমন প্রাপ্তি ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অবহিত করাই হবে যৌক্তিক। নতুবা গুপ্তধনের জায়গায় যদি আপনি সত্যিকার গ্রেনেড বা বোমা পেয়ে যান, তাহলে সেটা হয়তো লাভের বদলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে!
সমাজের মধ্যে কিছু মানুষ বিনা পরিশ্রমে সম্পত্তির মালিক হতে চান। সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক মাত্রায় বিস্তৃত হয়েছে। ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার খবর অহরহ প্রকাশ পাচ্ছে এখন। এসব কাজ করে সম্পদের মালিক হচ্ছেন আমাদের দেশের একশ্রেণির প্রভাবশালী মানুষ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ সে প্রক্রিয়ায় টাকার মালিক হতে পারেন না বলে সম্ভবত গুপ্তধনের বদৌলতে সম্পদের মালিক হতে চান।
এ রকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে। লেবু মিয়া নামের এক যুবক মাটি কাটার সময় গ্রেনেডকে গুপ্তধন ভেবে বাড়িতে এনে কখনো বিছানায় আবার কখনো বালিশের নিচে রেখেছেন। এ নিয়ে আজকের পত্রিকায় ৩ ডিসেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
সম্পদের লোভ কার না থাকে! ছোটবেলায় অনেকের রূপকথার সে গল্প শোনারও অভিজ্ঞতা আছে। সোনার হাঁড়ি খুঁজে পাওয়ার গল্পও আমরা শুনেছি দাদা-দাদির মুখে। কিন্তু বাস্তবে গুপ্তধন ভেবে কেউ যদি গ্রেনেড পেয়ে যায়, সেটা একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়।
মাসখানেক পর লেবু মিয়া যখন পাওয়া বস্তুটি ভাঙার চেষ্টা করেন, তখনই আসল ব্যাপারটি তিনিসহ তাঁর পরিবারের লোকজনের কাছে উন্মোচিত হয়ে যায়। বারবার ভাঙার চেষ্টার পর যখন সেটি আর ভাঙা সম্ভব হয় না, তখন বুঝতে পারেন, বস্তুটি আসলে গুপ্তধন নয়। সেটা বোমাসদৃশ কোনো বস্তু। অবশেষে তাঁরা বিজিবির সাহায্য নিয়ে জানতে পারেন বস্তুটি আসলে একটি গ্রেনেড। ঘটনাটি তাঁরা না লুকিয়ে বিজিবির সাহায্য নিয়ে বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন। মরচেপড়া গ্রেনেডটি হয়তো মুক্তিযুদ্ধ বা তার আগের কোনো এক সময়ের পতিত গ্রেনেড। কিন্তু যেকোনো যুদ্ধের প্রাচীন এই ধ্বংসাত্মক অস্ত্রটি যে এত দিন লেবু মিয়ার বালিশের নিচে ছদ্মবেশে শুয়ে ছিল, তা ভাবলে সত্যিই গা শিউরে ওঠে।
ঘটনাটি যেমন হাস্যরসাত্মক, তেমনি শিক্ষণীয়ও। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি প্রাপ্তিই ভালো নয়। বিশেষত, মাটির নিচ থেকে পাওয়া বিশেষ বস্তুগুলো যে গুপ্তধন হবে, তা নয়। এগুলো বিপজ্জনক, এমনকি প্রাণঘাতীও হতে পারে।
সামাজিক বাস্তবতায় এমন ঘটনা নতুন নয়। লোককথার প্রতি মানুষের সহজাত আকর্ষণ কখনো কখনো যুক্তি আর বাস্তবতাকে ম্লান করে দেয়। তবু আমাদের এমন কাণ্ডকারখানার মাঝে একরাশ রোমাঞ্চ আর অদ্ভুত সুন্দর গল্প লুকিয়ে থাকে। নবীনগরের এই ঘটনা নিশ্চয় লেবু মিয়ার জীবনের অন্যতম ‘গুপ্তধন স্মৃতি’ হয়ে থাকবে। তবে আমাদের সবার এ থেকে বিশেষ কিছু শিক্ষণীয় ব্যাপার আছে।
ঘটনাটি শিক্ষণীয় গল্প হিসেবে নিলে সবারই লাভ হবে। কারও জীবনে এমন প্রাপ্তি ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অবহিত করাই হবে যৌক্তিক। নতুবা গুপ্তধনের জায়গায় যদি আপনি সত্যিকার গ্রেনেড বা বোমা পেয়ে যান, তাহলে সেটা হয়তো লাভের বদলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে!
২০ বছর আগে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অটিজম শব্দটির অস্তিত্ব প্রায় খুঁজে পাওয়া যেত না। অটিজম বিষয়ে মানুষের ধারণা সীমিত ছিল। ঠিক সেই সময়ে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত বিশেষায়িত প্রতিষ্ঠান ‘কানন’ প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালের ৪ এপ্রিল, বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি চারতলা ভাড়া বাড়িতে...
১৬ ঘণ্টা আগেমাঝে মাঝে মনে হয় দেশটা বুঝি ট্রায়াল অ্যান্ড এররের ভিত্তিতে চলছে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও নানা ধরনের পরীক্ষামূলক তত্ত্ব দেখতে পাচ্ছি। প্রথমে নতুন কিছু একটা বলা হয় বা চালু করা হয়। তারপর দেখা হয়—কতটা বিতর্ক হয় সেটা নিয়ে।
২১ ঘণ্টা আগেসম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়া ও অস্থায়ী আবাসনসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফলে কর্তৃপক্ষ আন্দোলনের দাবি মেনে নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার পরও প্রত্যাশিত দাবির বাস্তবায়ন না দেখে আবারও...
১ দিন আগেআকৃষ্ট করেছিল, সে বাণী যেন কথার কথায় পরিণত হওয়ার জন্য অপেক্ষা করছে। ভালো একটি ভবিষ্যতের আশা ক্রমেই ধূসরতার দিকে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার মধ্যে থাকা ৫৭টি মার্কেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এই মার্কেটগুলো থেকে প্রতি মাসে সেবা খাত...
১ দিন আগে