সম্পাদকীয়
শুধু যেন রাজনৈতিক পটপরিবর্তন না, রাজনীতিটাই পরিবর্তিত রূপে জেল্লা দেখাচ্ছে। আমরা এমন একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি, যেখানে উপদেষ্টাদের অধিকাংশ সরাসরি আগে রাজনীতিতে জড়িত ছিলেন না বরং রাজনীতির অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেই তাঁদের কাছেই দেশের মানুষের যত আশা, যত দাবি। এই দাবি পূরণ বা আদায় করতে রাজপথে যে অস্থিরতা তৈরি করছে কেউ কেউ বা বেনামে কোনো কোনো দল, সেটা সত্যিই কাম্য নয়। এ কথাও সত্য যে অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এতটা দুর্বল হয়ে পড়েছে যে কাজকর্মেও তাদের সেই দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ফলাফল—অস্থির সময় শেষ হচ্ছে না।
কী না হচ্ছে—চুরি, ডাকাতি, খুন, ছিনতাই—নানা কারণে নানা অপরাধ। মানুষ জানের নিরাপত্তার পাশাপাশি পাচ্ছে না আর্থিক নিরাপত্তাও। বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। দিনকে দিন নিত্যপণ্যের দাম বাড়ছে। নিরাপত্তা ও বাজারমূল্য—এই দুটো দিক শিগগির ঠিক হচ্ছে না এবং জনগণ এখনো সরকারের প্রতি আস্থা রেখে অপেক্ষায় আছে—নিশ্চয়ই সুদিন আসবে।
ঠিক এমন দুশ্চিন্তার সময় কেউ কেউ সরকারকে আরও বেশি বিপাকে ফেলার জোর অপচেষ্টা চালাচ্ছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। তর্ক-বিতর্কে দুই দেশের কেউ কেউ অতি আবেগের বশবর্তী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান-অসম্মান করছে একে অপরকে। যেকোনো দেশের যেকোনো সুনাগরিকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।
দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক ‘রাজনীতি’মুক্ত সৌহার্দ্যপূর্ণ হওয়ার বিকল্প নেই।
এর মধ্যে দুই বাংলার জনপ্রিয় শিল্পী কবীর সুমনের ভাইরাল ফেসবুক পোস্ট ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর/আমি প্রেম করছি, প্রেম করে যাব’ বাক্য দুটো কি জনগণের মনের অস্থিরতা হ্রাস করতে পারবে? নাকি ফেলানীকে নিয়ে লেখা তাঁর কবিতায় অন্তত বাংলাদেশের মানুষ শান্ত হবে? এই মুহূর্তে এসব প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল।
আজকের পত্রিকার একটি খবর—সম্প্রতি পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে প্রেমের আকুতির চিঠি। সৃষ্টিকর্তার কাছে একজন নারী তাঁর কাঙ্ক্ষিত পুরুষকে চেয়েছেন বিয়ে করতে। আরেক তরুণ না-পাওয়া প্রেয়সীর জন্য মানত পূরণ করে চিঠি লিখেছেন। এখন সব ক্ষেত্রেই অস্থির হয়ে থাকা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পাগলা মসজিদের দানবাক্সেই মানত করে চিঠি ফেলতে হয় কি না কে জানে!
দুই ধরনের মানুষ আছে—যারা অস্থিরতা তৈরি করতে ভালোবাসে আর যারা শান্তিপ্রিয়। উভয় পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়—সব ব্যাপারে অস্থিরতা তৈরি করবে নাকি সরকারকে সহযোগিতা করবে; মসজিদের দানবাক্সে রাজনীতির রণাঙ্গনের অস্থিরতা থেকে মুক্তি ও মানসিক শান্তি লাভের চিঠি ফেলবে নাকি প্রেমের চিঠি ফেলবে!
শুধু যেন রাজনৈতিক পটপরিবর্তন না, রাজনীতিটাই পরিবর্তিত রূপে জেল্লা দেখাচ্ছে। আমরা এমন একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি, যেখানে উপদেষ্টাদের অধিকাংশ সরাসরি আগে রাজনীতিতে জড়িত ছিলেন না বরং রাজনীতির অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেই তাঁদের কাছেই দেশের মানুষের যত আশা, যত দাবি। এই দাবি পূরণ বা আদায় করতে রাজপথে যে অস্থিরতা তৈরি করছে কেউ কেউ বা বেনামে কোনো কোনো দল, সেটা সত্যিই কাম্য নয়। এ কথাও সত্য যে অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এতটা দুর্বল হয়ে পড়েছে যে কাজকর্মেও তাদের সেই দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ফলাফল—অস্থির সময় শেষ হচ্ছে না।
কী না হচ্ছে—চুরি, ডাকাতি, খুন, ছিনতাই—নানা কারণে নানা অপরাধ। মানুষ জানের নিরাপত্তার পাশাপাশি পাচ্ছে না আর্থিক নিরাপত্তাও। বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। দিনকে দিন নিত্যপণ্যের দাম বাড়ছে। নিরাপত্তা ও বাজারমূল্য—এই দুটো দিক শিগগির ঠিক হচ্ছে না এবং জনগণ এখনো সরকারের প্রতি আস্থা রেখে অপেক্ষায় আছে—নিশ্চয়ই সুদিন আসবে।
ঠিক এমন দুশ্চিন্তার সময় কেউ কেউ সরকারকে আরও বেশি বিপাকে ফেলার জোর অপচেষ্টা চালাচ্ছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। তর্ক-বিতর্কে দুই দেশের কেউ কেউ অতি আবেগের বশবর্তী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান-অসম্মান করছে একে অপরকে। যেকোনো দেশের যেকোনো সুনাগরিকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।
দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক ‘রাজনীতি’মুক্ত সৌহার্দ্যপূর্ণ হওয়ার বিকল্প নেই।
এর মধ্যে দুই বাংলার জনপ্রিয় শিল্পী কবীর সুমনের ভাইরাল ফেসবুক পোস্ট ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর/আমি প্রেম করছি, প্রেম করে যাব’ বাক্য দুটো কি জনগণের মনের অস্থিরতা হ্রাস করতে পারবে? নাকি ফেলানীকে নিয়ে লেখা তাঁর কবিতায় অন্তত বাংলাদেশের মানুষ শান্ত হবে? এই মুহূর্তে এসব প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল।
আজকের পত্রিকার একটি খবর—সম্প্রতি পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে প্রেমের আকুতির চিঠি। সৃষ্টিকর্তার কাছে একজন নারী তাঁর কাঙ্ক্ষিত পুরুষকে চেয়েছেন বিয়ে করতে। আরেক তরুণ না-পাওয়া প্রেয়সীর জন্য মানত পূরণ করে চিঠি লিখেছেন। এখন সব ক্ষেত্রেই অস্থির হয়ে থাকা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পাগলা মসজিদের দানবাক্সেই মানত করে চিঠি ফেলতে হয় কি না কে জানে!
দুই ধরনের মানুষ আছে—যারা অস্থিরতা তৈরি করতে ভালোবাসে আর যারা শান্তিপ্রিয়। উভয় পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়—সব ব্যাপারে অস্থিরতা তৈরি করবে নাকি সরকারকে সহযোগিতা করবে; মসজিদের দানবাক্সে রাজনীতির রণাঙ্গনের অস্থিরতা থেকে মুক্তি ও মানসিক শান্তি লাভের চিঠি ফেলবে নাকি প্রেমের চিঠি ফেলবে!
দেশ কোন পথে যাত্রা করেছে, তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে দেশের জনগণ। এক বছর আগে স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে যে ঐক্য দেখা দিয়েছিল, এখন সেই ঐক্যের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না কোথাও। বিভিন্ন দল তাদের নিজেদের পথ বেছে নিয়েছে। একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে। সংস্কার ও নির্বাচন বিষয়ে বিভিন্ন দল বিভিন্ন...
১৮ ঘণ্টা আগে‘জুলাই আন্দোলনের সময় যাঁরা রাজপথে দাঁড়িয়েছিলেন, সেই নারীরা আজ ঘরে বসে আছেন। তাঁরা মুখ লুকিয়ে ফেলেছেন। এটা আমাদের জন্য ভালো বার্তা নয়।’—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের এই বক্তব্য শুধু হতাশার প্রকাশ নয়, বরং এক ব্যর্থ সময়ের স্বীকারোক্তি। নারী যখন রাষ্ট্রবিরোধী নয়, বরং রাষ্ট্র
১৮ ঘণ্টা আগেমালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর হয়েছে সে দেশের সরকার। গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে সন্দেহভাজন যে ১৩১ জনকে ফেরত পাঠানো হয়, তার ৯৬ জনই বাংলাদেশি। শুধু মালয়েশিয়ায়ই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিরা ভিসা সমস্যায় পড়ছেন। ঘটনাটি উদ্বেগজনক।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক অনন্য অধ্যায়। এই আন্দোলন কেবল রাজপথের ঘটনা ছিল না; এর পেছনে ছিল এক গভীর সাংস্কৃতিক জাগরণ। অথচ আজ, এই ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমরা এক বিষণ্ন চিত্র দেখছি। যে রাষ্ট্র এই আন্দোলনের ফসল, সেই রাষ্ট্রই যেন বই, লেখক আর পাঠকের অস্তিত্বক
১ দিন আগে