সম্পাদকীয়
জুলাই অভ্যুত্থানের নায়কেরা নতুন দল গঠনের মাধ্যমে নবযাত্রার ঘোষণা দেওয়ার আগমুহূর্তে একটি খবর পুরোনো আলোচনাকেই আবার সামনে এনেছে। খবরটি হলো: বাংলাদেশ গণতন্ত্রের সূচকে এক বছরে ২৫ ধাপ পিছিয়েছে। এটা বিশ্বে সর্বাধিক অবনমনের নজির। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৪ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১০০তম, যা গত বছরের তুলনায় এক লাফে ২৫ ধাপ নিচে নেমে গেছে। গণতন্ত্রের এমন ধস নিশ্চয়ই কোনো সুখবর নয়।
ইআইইউর প্রতিবেদনের মূল সূচকগুলোর দিকে তাকালে স্পষ্ট হয়, সরকারের কার্যকারিতা এবং নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে কম স্কোর করেছে। এটি ইঙ্গিত দেয় যে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে এবং নাগরিক অধিকারগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে।
বাংলাদেশ দেড় দশক ধরে ‘হাইব্রিড শাসনব্যবস্থার’ তকমা বহন করছে। এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো—নির্বাচনব্যবস্থায় অনিয়ম, বিরোধী দল ও সমালোচকদের দমন, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, দুর্নীতি এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ। ইআইইউর সংজ্ঞা অনুযায়ী, এমন শাসনব্যবস্থা কার্যত গণতন্ত্রের খোলসে কর্তৃত্ববাদী শাসনের মতো আচরণ করে।
গণতন্ত্র সূচকের পতনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো গত এক দশকের রাজনৈতিক সংকট ও নির্বাচনব্যবস্থা নিয়ে বিতর্ক। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, যেখানে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত ছিল। ভোটের নামে প্রহসন হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন, গণগ্রেপ্তার, সভা-সমাবেশের ওপর নিয়ন্ত্রণ এবং প্রশাসনের একচোখা ভূমিকা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সরকার পরিবর্তনের পরও মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার উন্নতি ঘটছে বলে দাবি করা যাবে কি? বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রাম যেন শেষ হওয়ার নয়। গণতন্ত্রের মানদণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড থেকে আমরা যেন বের হতেই পারছি না। এ বছর নাগরিক স্বাধীনতা সূচকে সবচেয়ে কম স্কোর পাওয়ার মূল কারণ সম্ভবত এটিই।
গণতন্ত্রের মানোন্নয়ন কোনো তাৎক্ষণিক অর্জন নয়, বরং এটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সম্ভব। সবাইকে এটা বুঝতে হবে, একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, শক্তিশালী বিরোধী দল এবং আইনের শাসন। প্রয়োজন এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকবে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে। কেবল ক্ষমতার জন্য রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাচন বর্জন বা আন্দোলনের নামে সহিংসতা গণতন্ত্রের জন্য কখনোই মঙ্গলজনক নয়। রাজনৈতিক দলগুলোর উচিত একে অপরকে শত্রু মনে না করে, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করা।
সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজ—সবাইকে এখন এই বাস্তবতাকে মেনে নিয়ে সঠিক দিকনির্দেশনা গ্রহণ করতে হবে। গণতন্ত্র কেবল একটি তকমা নয়, এটি জনগণের অধিকার ও রাষ্ট্রের ভিত্তি। তাই, একে রক্ষা করা এবং এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।
জুলাই অভ্যুত্থানের নায়কেরা নতুন দল গঠনের মাধ্যমে নবযাত্রার ঘোষণা দেওয়ার আগমুহূর্তে একটি খবর পুরোনো আলোচনাকেই আবার সামনে এনেছে। খবরটি হলো: বাংলাদেশ গণতন্ত্রের সূচকে এক বছরে ২৫ ধাপ পিছিয়েছে। এটা বিশ্বে সর্বাধিক অবনমনের নজির। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৪ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১০০তম, যা গত বছরের তুলনায় এক লাফে ২৫ ধাপ নিচে নেমে গেছে। গণতন্ত্রের এমন ধস নিশ্চয়ই কোনো সুখবর নয়।
ইআইইউর প্রতিবেদনের মূল সূচকগুলোর দিকে তাকালে স্পষ্ট হয়, সরকারের কার্যকারিতা এবং নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে কম স্কোর করেছে। এটি ইঙ্গিত দেয় যে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে এবং নাগরিক অধিকারগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে।
বাংলাদেশ দেড় দশক ধরে ‘হাইব্রিড শাসনব্যবস্থার’ তকমা বহন করছে। এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো—নির্বাচনব্যবস্থায় অনিয়ম, বিরোধী দল ও সমালোচকদের দমন, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, দুর্নীতি এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ। ইআইইউর সংজ্ঞা অনুযায়ী, এমন শাসনব্যবস্থা কার্যত গণতন্ত্রের খোলসে কর্তৃত্ববাদী শাসনের মতো আচরণ করে।
গণতন্ত্র সূচকের পতনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো গত এক দশকের রাজনৈতিক সংকট ও নির্বাচনব্যবস্থা নিয়ে বিতর্ক। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, যেখানে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত ছিল। ভোটের নামে প্রহসন হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন, গণগ্রেপ্তার, সভা-সমাবেশের ওপর নিয়ন্ত্রণ এবং প্রশাসনের একচোখা ভূমিকা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সরকার পরিবর্তনের পরও মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার উন্নতি ঘটছে বলে দাবি করা যাবে কি? বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রাম যেন শেষ হওয়ার নয়। গণতন্ত্রের মানদণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড থেকে আমরা যেন বের হতেই পারছি না। এ বছর নাগরিক স্বাধীনতা সূচকে সবচেয়ে কম স্কোর পাওয়ার মূল কারণ সম্ভবত এটিই।
গণতন্ত্রের মানোন্নয়ন কোনো তাৎক্ষণিক অর্জন নয়, বরং এটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সম্ভব। সবাইকে এটা বুঝতে হবে, একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, শক্তিশালী বিরোধী দল এবং আইনের শাসন। প্রয়োজন এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকবে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে। কেবল ক্ষমতার জন্য রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাচন বর্জন বা আন্দোলনের নামে সহিংসতা গণতন্ত্রের জন্য কখনোই মঙ্গলজনক নয়। রাজনৈতিক দলগুলোর উচিত একে অপরকে শত্রু মনে না করে, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করা।
সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজ—সবাইকে এখন এই বাস্তবতাকে মেনে নিয়ে সঠিক দিকনির্দেশনা গ্রহণ করতে হবে। গণতন্ত্র কেবল একটি তকমা নয়, এটি জনগণের অধিকার ও রাষ্ট্রের ভিত্তি। তাই, একে রক্ষা করা এবং এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।
ড. সাজ্জাদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে তিনি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ এবং প্রতিকার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন...
১ দিন আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থার সংকীর্ণতাকে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি দিয়ে এই দলটি গঠিত হয়েছে।
১ দিন আগেএকাত্তরের যুদ্ধকালের মতো সমষ্টিগত দুঃসময় আমাদের জীবনে আর কখনো আসেনি। যুদ্ধটা ছিল রাজনৈতিক এবং তাতে জাতীয়তাবাদ নানাভাবে ও বিভিন্ন দিক দিয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের শক্তি সে সময়ে বিশেষভাবে প্রকাশ পায়, তার দুর্বলতাও যে ধরা পড়েনি এমন নয়। বাঙালির জাতীয়তাবাদের শক্তি ছিল ঐক্যে...
২ দিন আগেনতুন শিল্পকারখানায় গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাবের ওপর আয়োজিত এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক গণশুনানি সব শ্রেণির গ্রাহক প্রতিনিধিদের তীব্র বিরোধিতা ও প্রতিবাদের মুখে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারেনি। গত বুধবার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে দিনব্যাপী এই গণশুনানির আয়োজন করেছিল বিইআরসি।
২ দিন আগে