সম্পাদকীয়
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও গভীর পর্যবেক্ষণ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, এই সরকার প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ক্রমবর্ধমান চাপে রয়েছে। ৩১ জানুয়ারি আজকের পত্রিকায় এই প্রতিবেদন নিয়ে একটি খবর ছাপা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথম দিকে ব্যাপক সমর্থন পেলেও সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে প্রত্যাশা ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সরকার ক্ষমতায় এসে সাংবিধানিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়ন না হলে গণতন্ত্রের পথ আরও জটিল হয়ে উঠতে পারে। আইসিজির প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আসন্ন নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম শেষ করার ব্যাপারে সরকারের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে।
বর্তমান সরকারের সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে—একদিকে দেশের রাজনৈতিক শক্তিগুলোর বিভক্তি সামাল দেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের আস্থা অর্জন করা। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক অবস্থান সরকারকে আরও কঠিন অবস্থায় ফেলতে পারে।
প্রতিবেশী দেশ ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সরকারকে দীর্ঘদিন সমর্থন দিয়ে আসা ভারত এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় কীভাবে নিজেদের কৌশল ঠিক করবে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত।
আইসিজির প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে নানাভাবে সমর্থন দেয়। এতে করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বিরোধী শক্তিগুলো দুর্বল হবে বলে সংস্থাটি মনে করে।
তবে এখানে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি শুধুই সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা? বাংলাদেশের জনগণ একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কম থাকবে।
সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিশ্রুতি অনুযায়ী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা, শক্তিশালী প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা যেতে পারে, তবে তা যেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের চাহিদার সঙ্গে সাংঘর্ষিক না হয়।
এ ছাড়া, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ এবং মতবিনিময় জোরদার করা প্রয়োজন। এক পক্ষকে দুর্বল করার চেষ্টা করলে স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো বার্তা বহন করবে না।
আইসিজির প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিলে স্পষ্ট হয় যে বর্তমান সরকার এক সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত না হলে এটি সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে একটি স্থিতিশীল রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও গভীর পর্যবেক্ষণ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, এই সরকার প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ক্রমবর্ধমান চাপে রয়েছে। ৩১ জানুয়ারি আজকের পত্রিকায় এই প্রতিবেদন নিয়ে একটি খবর ছাপা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথম দিকে ব্যাপক সমর্থন পেলেও সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে প্রত্যাশা ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সরকার ক্ষমতায় এসে সাংবিধানিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়ন না হলে গণতন্ত্রের পথ আরও জটিল হয়ে উঠতে পারে। আইসিজির প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আসন্ন নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম শেষ করার ব্যাপারে সরকারের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে।
বর্তমান সরকারের সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে—একদিকে দেশের রাজনৈতিক শক্তিগুলোর বিভক্তি সামাল দেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের আস্থা অর্জন করা। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক অবস্থান সরকারকে আরও কঠিন অবস্থায় ফেলতে পারে।
প্রতিবেশী দেশ ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সরকারকে দীর্ঘদিন সমর্থন দিয়ে আসা ভারত এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় কীভাবে নিজেদের কৌশল ঠিক করবে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত।
আইসিজির প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে নানাভাবে সমর্থন দেয়। এতে করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বিরোধী শক্তিগুলো দুর্বল হবে বলে সংস্থাটি মনে করে।
তবে এখানে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি শুধুই সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা? বাংলাদেশের জনগণ একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কম থাকবে।
সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিশ্রুতি অনুযায়ী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা, শক্তিশালী প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা যেতে পারে, তবে তা যেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের চাহিদার সঙ্গে সাংঘর্ষিক না হয়।
এ ছাড়া, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ এবং মতবিনিময় জোরদার করা প্রয়োজন। এক পক্ষকে দুর্বল করার চেষ্টা করলে স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো বার্তা বহন করবে না।
আইসিজির প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিলে স্পষ্ট হয় যে বর্তমান সরকার এক সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত না হলে এটি সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে একটি স্থিতিশীল রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।
স্কুইড গেম, যাঁরা অনলাইনে ধারাবাহিক দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে বেশ পরিচিত নাম। ২০২১ সালের সেপ্টেম্বরে যখন দক্ষিণ কোরিয়ার এই ডিসটোপিয়ান সারভাইবাল থ্রিলার টিভি সিরিজটি দর্শক প্রথম দেখে, তখন থেকেই একটা উন্মাদনা তৈরি হয়। সম্প্রতি এর দ্বিতীয় মৌসুম চলছে। যেখানে দেখা যায় মরণখেলায় অংশ নেওয়া খেলোয়াড়েরা...
২১ ঘণ্টা আগেনাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় বলেছেন, ‘মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। আমি যতটুকু বুঝতে পারি ড. ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান। কিন্তু কেউ কেউ দেখছি তাঁকে জোর করে পাঁচ বছর ক্ষমতায় রাখতে...
২১ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও ২ এপ্রিল পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়নের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২০০৭ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল...
২১ ঘণ্টা আগেডিসেম্বরের মধ্যে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ১৬ এপ্রিল। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই।’ আবার আইন উপদেষ্টা বলেছেন, ‘যখন আলোচনা...
২১ ঘণ্টা আগে