Ajker Patrika

কুমিল্লায় ব্যবস্থা নিলে সারা দেশে ছড়াত না

সিরাজুল ইসলাম চৌধুরী
কুমিল্লায় ব্যবস্থা নিলে সারা দেশে ছড়াত না

সারা দেশে বর্তমানে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। বাংলাদেশে ব্যাপকভাবে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। কারা এর পেছনে জড়িত, এটা আশা করি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, মানুষের যেকোনো গুজবের পেছনে ছুটে চলা। গুজব ছড়ানোর জন্য যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে, এটাও আরেকটা ভয়ংকর বিষয়। এখন একটা মিথ্যে কথা বলে দিলেই হয়ে যায়।

তার মানে হচ্ছে, মানুষ এখন খুব ক্ষিপ্ত অবস্থায় আছে। সমাজে বেকারত্ব ও হতাশার ভাব দেখা দিয়েছে। দেখা যাচ্ছে, মাদ্রাসা থেকে পড়াশোনা করে যারা বেরিয়ে আসছে, কিন্তু কাজ পায় না। অন্যদিকে মানুষের নিরাপত্তা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, কর্মহীনতা বাড়ছে। এসব কারণে মানুষ ক্ষুব্ধ, আর এ ক্ষোভ তারা প্রকাশের সুযোগ পেলেই ব্যবহার করে। তার কোনো ক্ষমতা নেই। যখন সে গণমিলনের মাধ্যমে ক্ষমতা পেয়ে যায়, তখন সেটা ব্যবহার করে।

আরেকটা বিষয় হলো, এখানে মতপ্রকাশের স্বাধীনতা নেই। একই সঙ্গে এখানে সুস্থ সংস্কৃতির চর্চা নেই। এটাকে আমি সবচেয়ে বড় অসুবিধা মনে করব। আগে সমাজে অল্প হলেও যে ধরনের সাংস্কৃতিক চর্চা ছিল, সেটা এখন একদম নেই। বিশেষ করে দেখা গেছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলোয় কিশোরেরা বড় ধরনের ভূমিকা রেখেছে। এই কিশোরদের জীবনে কোনো রকম সুস্থ বিনোদনের চর্চা নেই। এরা সারা দিন একা একা থাকে এবং বেশির ভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকে। এ ছাড়া তাদের জন্য সামাজিক কোনো সুযোগ নেই।

এই যে কিশোরেরা এই কাজগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছে তার অর্থ হলো, আমরা কিশোরদের সঠিক পথে পরিচালনা করতে পারছি না। সমাজে কোনো কিশোর সংগঠন নেই, কোনো কিশোর আন্দোলন নেই, পাঠাগার নেই, নাটক নেই, মিলন নেই। এ যেন এক ভয়াবহ পরিস্থিতি।

দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় সবার এটা প্রত্যাশা ছিল যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে কর্তব্য পালন করবে। তারা ঘটনাস্থলে থাকবে। সরকারি গোয়েন্দা বাহিনীর তো এসব ঘটনা জানার কথা। কিন্তু সে রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কুমিল্লায় যদি এ ঘটনার জন্য ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই ঘটনা দেশব্যাপী ছড়াত না। কিশোরেরা বিপথগামী হলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। সুস্থ সংস্কৃতির চর্চা না হওয়ায় কিশোরেরা গুজবে কান দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত