Ajker Patrika

মন্দির-মণ্ডপে হামলা পরিষ্কার ষড়যন্ত্র

নুরুল হুদা
মন্দির-মণ্ডপে হামলা পরিষ্কার ষড়যন্ত্র

বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা পরিষ্কার একটি ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের মূল বিষয়টি দ্রুত উদ্ঘাটন করা প্রয়োজন। গত ১০ বছরে এমন ঘটনা ঘটেনি। তারপরও এ ধরনের বড় ধর্মীয় উৎসবগুলোয় পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকা উচিত ছিল। ঘটনাস্থলের পাশে প্রতিরোধমূলক ব্যবস্থাও রাখা দরকার ছিল। কিন্তু সেটা হয়নি। তবে এখন ভবিষ্যতের জন্য লক্ষ রাখতে হবে, যেখানেই কোনো ধর্মীয় উৎসব হবে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধমূলক ব্যবস্থা রাখতে হবে।

এখানে পুলিশের ভূমিকা সঠিক ছিল। ঘটনা ঘটে যাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষা করতে যে ধরনের শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সেটা তারা করেছে। মামলা হয়েছে। গ্রেপ্তারও হচ্ছে। এখন যেটা করতে হবে, মামলাগুলো দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিতে হবে।

কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়া গেছে—এমন একটি বক্তব্যের জের ধরে ঢাকা, কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, চাঁদপুর, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে। এসব ঘটনার সঠিকভাবে তদন্ত করলেই সব সমস্যার মূল খুঁজে পাওয়া যাবে। কারা ষড়যন্ত্র করছে, কেন করছে, তাদের উদ্দেশ্যই বা কী ছিল—সবই বোঝা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত