Ajker Patrika

র‍্যাব ও পুলিশ সীমা অতিক্রম করেছে

ড. মিজানুর রহমান
র‍্যাব ও পুলিশ সীমা অতিক্রম করেছে

যা কিছু ঘটছে, সেগুলো আমাদের সংবিধান ও আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ঘটছে। সংবিধানের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ না জানিয়ে এসব করা হচ্ছে। একটা স্বাধীন দেশে একজন নাগরিকের মানুষ হিসেবে যে মর্যাদা আছে, মর্যাদাসম্পন্ন জীবনযাপন করার অধিকার আছে, প্রতিটা নাগরিকের মৌলিক অধিকার রয়েছে–সম্পূর্ণরূপে এ অধিকারগুলো অবজ্ঞা- প্রদর্শন করে এই কাজগুলো করা হচ্ছে।

একজন অপরাধী অথবা যাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হবে, সেই অভিযুক্তের অভিযোগের যথাযথ বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং তদন্ত ও বিচারের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না। সে অভিযুক্ত হতে পারে; কিন্তু সে অপরাধী নয়। যেহেতু সে অপরাধী নয়, তাই অপরাধ প্রমাণের আগেই তাকে কালিমালিপ্ত নামে সম্বোধন করার ফলে তার মর্যাদা ক্ষুণ্ণ করা হয় এবং তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হয়।

এখানে সংবাদমাধ্যমেরও সমালোচনা করার প্রয়োজন আছে। আজ দুপুরবেলা দেখছিলাম টিভির স্ক্রলে দেখাচ্ছে, পরীমণির অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকেন, তাঁদেরও তদন্ত করে খুঁজে বের করা হবে। অনৈতিক কাজ মানেই তো অপরাধ নয়। আমাদের মন্ত্রী বলেছেন, আমরা এক দিনে এক কোটি মানুষকে টিকা দেব। কিন্তু আজ কয়েক লাখ টিকা দিলাম। উনি যা করেছিলেন তা একটি অনৈতিক কাজ, জাতিকে মিথ্যা কথা বলেছেন। কিন্তু মিথ্যা বলাটা তো অপরাধ নয়। সেটার জন্য আপনাকে কেউ আটক করে শাস্তি দিতে পারে না। সুতরাং পরীমণি কী অনৈতিক কাজ করেছে না-করেছে, আমরা ঘরে-বাইরে কী অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছি, সেটা তো রাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচনা করে তার বিচার হতে পারে না।

অনৈতিক কর্মকাণ্ডের জন্য পুলিশ, র‍্যাব যদি আটক করে থাকে, তবে তারা তাদের সীমা অতিক্রম করেছে। আমি বলব, সেখানে তাদের কোনো আইনগত অধিকারই নেই। এখানে তারা তাদের ক্ষমতার অন্যায় প্রয়োগ করছে। আমাদের আইনের শাসন এমনিতে খুবই দুর্বল। এসব কর্মকাণ্ডে তা আরও দুর্বল হচ্ছে। রাষ্ট্রের দম্ভের কাছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির শক্তির কাছে এবং সংবিধান ও আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে একটা স্বাধীন দেশে স্বাধীনতার ৫০ বছরে আমরা ক্রমশই আরও অসহায় হয়ে যাচ্ছি।

আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ থাকা এবং সে সম্পর্কে রাজনৈতিক যে অঙ্গীকারগুলো রয়েছে, তা শক্তভাবে ব্যক্ত করার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব। শুধু কথার ফুলঝুরি দিয়ে নয়, রাজনৈতিক অঙ্গীকারগুলো কাজের মাধ্যমে প্রমাণ রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত