কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন বা জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক আগামী ৩০ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়েছে। জেসিসি বৈঠক ৩০ মে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকটি আগামী জুনের মাঝামাঝিতে হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘বৈঠকটি স্থগিত করা হয়নি। বরং বৈঠকটি কিছুদিন পিছিয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে নদী সম্মেলনে যোগ দিতে ভারতের গুয়াহাটিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সেখানে গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে দুই মন্ত্রীই জেসিসি বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। এ ছাড়া জেসিসি বৈঠকের আগে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতে নদী সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। সেখানেই জেসিসি বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তাঁরা।
বৈঠক পিছিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘জেসিসি বৈঠকের আগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এখনো কিছু বৈঠক বাকি রয়েছে। কিছুদিন পিছিয়ে দিলে বৈঠকগুলো সম্পন্ন করা সম্ভব হবে, তাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকটির জন্য জুনের মাঝামাঝি একটি তারিখ নির্ধারণ করা হবে। তবে এখনো তারিখ ঠিক হয়নি।’
জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে বেসরকারি উন্নয়ন সংঘের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া দুই দিনের নদী সম্মেলন শেষ করে নয়াদিল্লিতে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে শুক্রবার ঢাকা ছেড়ে যান পররাষ্ট্রমন্ত্রী। জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সোমবার ঢাকা থেকে সরাসরি নয়াদিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ সময়ে এসে তা স্থগিত হয়ে গেল।
আসন্ন জেসিসি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য ও যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, রাজনৈতিক, কনস্যুলার এবং সাংস্কৃতিক, নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, ঋণসহ সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকায় ভার্চুয়াল ষষ্ঠ জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন বা জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক আগামী ৩০ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়েছে। জেসিসি বৈঠক ৩০ মে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকটি আগামী জুনের মাঝামাঝিতে হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘বৈঠকটি স্থগিত করা হয়নি। বরং বৈঠকটি কিছুদিন পিছিয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে নদী সম্মেলনে যোগ দিতে ভারতের গুয়াহাটিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সেখানে গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে দুই মন্ত্রীই জেসিসি বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। এ ছাড়া জেসিসি বৈঠকের আগে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতে নদী সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। সেখানেই জেসিসি বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তাঁরা।
বৈঠক পিছিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘জেসিসি বৈঠকের আগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এখনো কিছু বৈঠক বাকি রয়েছে। কিছুদিন পিছিয়ে দিলে বৈঠকগুলো সম্পন্ন করা সম্ভব হবে, তাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকটির জন্য জুনের মাঝামাঝি একটি তারিখ নির্ধারণ করা হবে। তবে এখনো তারিখ ঠিক হয়নি।’
জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে বেসরকারি উন্নয়ন সংঘের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া দুই দিনের নদী সম্মেলন শেষ করে নয়াদিল্লিতে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে শুক্রবার ঢাকা ছেড়ে যান পররাষ্ট্রমন্ত্রী। জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সোমবার ঢাকা থেকে সরাসরি নয়াদিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ সময়ে এসে তা স্থগিত হয়ে গেল।
আসন্ন জেসিসি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য ও যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, রাজনৈতিক, কনস্যুলার এবং সাংস্কৃতিক, নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, ঋণসহ সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকায় ভার্চুয়াল ষষ্ঠ জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বইমেলার ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। একেকটি ট্রেন থামে, আর হুড়মুড় করে স্টেশনে নামে মানুষ। বড় অংশের গন্তব্য বইমেলা। আরেক অংশের গতিমুখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। রাজধানীতে সরস্বতীপূজার অন্যতম আয়োজনটা হয় এখানে। গতকাল সোমবার ছিল সরস্বতীপূজা।
১৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আরোহী ভগ্নিপতি ও শ্যালিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ ঘণ্টা আগেকর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পাওনা পরিশোধ না করে আত্মসাৎ এবং তাঁদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় মহিলা সংস্থায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে দুদকের সহকারী পরিচালক শাহ আলমে শেখের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
২ ঘণ্টা আগেকারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ফেসবুক ব্যবহারের দাবিটি গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর। আজ সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে