Ajker Patrika

জুলাই সনদে ৫ সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করতে প্রধান উপদেষ্টাকে যৌথ চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২৩: ১৬
ফাইল ছবি
ফাইল ছবি

দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রধানেরা তাঁদের সুপারিশগুলো ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি যৌথ চিঠির মাধ্যমে তাঁরা এই অনুরোধ জানান।

কমিশনপ্রধানেরা চিঠিতে উল্লেখ করেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য দ্বিতীয় পর্যায়ের এই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তাঁরা মনে করেন, প্রথম পর্যায়ের কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ সময়োপযোগী হলেও এই নতুন সংস্কারগুলোও সমান গুরুত্বপূর্ণ।

কমিশনগুলো মনে করে, বর্তমান অন্তর্বর্তী সরকার জরুরি ভিত্তিতে দুটি কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রথমত, যেসব সংস্কার এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোর কাজ দ্রুত শুরু করা। দ্বিতীয়ত, এই সংস্কারগুলো নির্বাচিত সরকারও যেন অব্যাহত রাখে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে তা ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করা।

কমিশনপ্রধানেরা আরও বলেন, ‘জুলাই সনদে’ গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকারবিষয়ক সংস্কারগুলো অন্তর্ভুক্ত না হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো সেগুলো বাতিল বা উপেক্ষা করতে পারে। এতে জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ সৃষ্টি হতে পারে। কারণ, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অসংখ্য শ্রমিক, নারী ও সাংবাদিক প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে যে আশা তৈরি হয়েছে, তা উপেক্ষা করা হলে নেতিবাচক প্রভাব ফেলবে।

চিঠিতে স্বাক্ষর করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত