আজকের পত্রিকা ডেস্ক
দেশের অভ্যন্তরে দূরদূরান্তে সড়ক পথের চেয়ে নৌপথে পণ্য পরিবহনে খরচ কম। এ জন্য অনেক ব্যবসায়ী নৌপথে পণ্য পরিবহন করে থাকেন। তবে এ পথে ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, অনিরাপত্তা। ঠিকঠাক চাঁদা না পেলে নৌশ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। এমন ঘটনার মধ্য দিয়ে সমুদ্রবন্দর চট্টগ্রাম-মোংলা, নৌবন্দর বরিশাল থেকে করা হয় পণ্য পরিবহন। আর এসব রুটে অনিরাপত্তার তথ্য নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে এমভি আল-বাখেরা জাহাজে সাত খুনের ঘটনাকে কেন্দ্র করে নৌপথের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। এরপর খোঁজ নিয়ে জানা যাচ্ছে, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা থেকে পাবনার বাঘাবাড়ী পর্যন্ত নৌপথে জলদস্যুদের উৎপাত, বিভিন্ন ঘাটে চাঁদাবাজি ও ডাকাতি বেড়েছে।
এক বছরে ৩০ ডাকাতি
মোংলার লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ী পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ৪০০ নটিক্যাল মাইল। এ পথে মল্লিকপুর, মাঝের চর, কাচিকাটার মুখ, হরিণা ফেরিঘাটের নিচ, শুরের সর ও মাওয়া এলাকায় জাহাজ পড়ে চাঁদাবাজ ও ডাকাতের কবলে। এই দুর্বৃত্তরা লাইটার জাহাজে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌশ্রমিকদের ওপর অস্ত্রসহ আক্রমণ করে। বন্দর সূত্র বলছে, গত এক বছরে এ নৌপথে ৩০টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। এই নৌপথে কোস্ট গার্ডের টহল নেই। বেশ কয়েকটি নৌ পুলিশ ফাঁড়ি থাকলেও তাঁদের তৎপরতা একেবারে নেই বললেই চলে।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু ও যুগ্ম সম্পাদক বাবু হাওলাদার বলেন, এসব ঘটনায় নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরও কোনো প্রতিকার যাওয়া যায় না।
তবে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মুশফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে কোনো অপরাধের সংবাদ পেলেই সেখানে অভিযান চালাই। তারপরও আমাদের কাছে কোনো অভিযোগ এলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।’
চাঁদপুরে সাত খুনের ঘটনার পর শ্রমিকেরা যেসব দাবি উত্থাপন করেছেন, সেগুলোর মধ্যে জোর দেওয়া হচ্ছে নৌপথে নিরাপত্তায়। নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। চট্টগ্রাম বন্দর, জাহাজমালিকসহ সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, নদী ও সাগরের উপকূলবর্তী এলাকায় নিরাপত্তার মূল দায়িত্ব পালন করে নৌ থানা-পুলিশ। সাগরে নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষিত রাখার কাজটি করে থাকেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্য। তবে নিরাপত্তার দায়িত্ব পালনকালে সবগুলো বাহিনীর মধ্যে পারস্পরিক সংযোগ থাকে। বাংলাদেশে নৌপথের অধিকাংশ নদীপথ হওয়ায় মূল দায়িত্ব পালনের বিষয়টি নৌ থানা-পুলিশের ওপর বর্তায় বেশি। তবে এই নৌ থানা-পুলিশের পর্যাপ্ত সক্ষমতা নেই।
এ বিষয়ে চট্টগ্রাম নগরীর সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামউল্লাহ জানান, ‘কর্ণফুলী ও হালদা নদী এবং কাপ্তাই পর্যন্ত আমাদের দায়িত্ব পালনের অধিক্ষেত্র। এ সীমানার মধ্যে তেমন কোনো ঘটনা নেই। জাহাজের মালিক-শ্রমিকের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব দেখা দিলে আমরা আইনগতভাবে দ্রুত হস্তক্ষেপ করি, যাতে ঘটনা বড় হয়ে না যায়।’
তথ্য নেই নৌ পুলিশের কাছে
বরিশাল-ঢাকা নৌপথের বিভিন্ন স্পটে পণ্যবাহী জাহাজে চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন হলেও পুলিশের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। যদিও পণ্যবাহী মালিক-শ্রমিকেরা এ রুটে জেলে বেশে চাঁদাবাজির অভিযোগ করে আসছেন। তাঁরা জানিয়েছেন, ঢাকা-বরিশাল রুটের অন্তত ৫টি স্পট উত্তাল মেঘনাঘেরা হওয়ায় দুর্বৃত্তদের হানার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বাংলাদেশ কার্গো ট্রলার বলগেট শ্রমিক ইউনিয়নের বরিশাল বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘বরিশালের উলানিয়া, ধূলিয়া, চরমোনাইর চারেরগাছ, পাতারহাটের এপারে, ভোলার হাকিম উদ্দিন এলাকা ডাকাতির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এ সব এলাকা ডাকাতপ্রবণ এবং চাঁদাবাজি চলছে। এ বিষয়ে নৌ পুলিশকে লিখিত অভিযোগও দিয়েছি।’
যদিও হিজলা এবং মেহেন্দীগঞ্জ-সংলগ্ন কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, তাঁদের কাছে ডাকাতি কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি।
আর বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, তাঁরা শুনেছেন জেলে বেশে একশ্রেণির দুর্বৃত্ত নদীতে টাকাপয়সা চায়। কিন্তু সেসব ঘটনাকে চাঁদাবাজি কিংবা ডাকাতি বলে মনে হয় না। গত ৩ মাসে সদর থানায় এ ধরনের কোনো অভিযোগ দেয়নি।
চাঁদাবাজির এমন খবর পাওয়া গেল পাবনার নগরবাড়ী নৌবন্দরে। গতকাল দুপুরে নগরবাড়ী ঘাটে গিয়ে কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মালবাহী ট্রলার বা কার্গো থেকে শ্যালো নৌকার মাধ্যমে চাঁদা নেওয়া হয়। চাঁদা না দিলে হয়রানির শিকার হতে হয়। তাঁরা জানান, ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন না। কারণ অভিযোগ করলে ঝামেলা আরও বাড়ে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বরিশাল; মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি]
দেশের অভ্যন্তরে দূরদূরান্তে সড়ক পথের চেয়ে নৌপথে পণ্য পরিবহনে খরচ কম। এ জন্য অনেক ব্যবসায়ী নৌপথে পণ্য পরিবহন করে থাকেন। তবে এ পথে ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, অনিরাপত্তা। ঠিকঠাক চাঁদা না পেলে নৌশ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। এমন ঘটনার মধ্য দিয়ে সমুদ্রবন্দর চট্টগ্রাম-মোংলা, নৌবন্দর বরিশাল থেকে করা হয় পণ্য পরিবহন। আর এসব রুটে অনিরাপত্তার তথ্য নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে এমভি আল-বাখেরা জাহাজে সাত খুনের ঘটনাকে কেন্দ্র করে নৌপথের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। এরপর খোঁজ নিয়ে জানা যাচ্ছে, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা থেকে পাবনার বাঘাবাড়ী পর্যন্ত নৌপথে জলদস্যুদের উৎপাত, বিভিন্ন ঘাটে চাঁদাবাজি ও ডাকাতি বেড়েছে।
এক বছরে ৩০ ডাকাতি
মোংলার লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ী পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ৪০০ নটিক্যাল মাইল। এ পথে মল্লিকপুর, মাঝের চর, কাচিকাটার মুখ, হরিণা ফেরিঘাটের নিচ, শুরের সর ও মাওয়া এলাকায় জাহাজ পড়ে চাঁদাবাজ ও ডাকাতের কবলে। এই দুর্বৃত্তরা লাইটার জাহাজে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌশ্রমিকদের ওপর অস্ত্রসহ আক্রমণ করে। বন্দর সূত্র বলছে, গত এক বছরে এ নৌপথে ৩০টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। এই নৌপথে কোস্ট গার্ডের টহল নেই। বেশ কয়েকটি নৌ পুলিশ ফাঁড়ি থাকলেও তাঁদের তৎপরতা একেবারে নেই বললেই চলে।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু ও যুগ্ম সম্পাদক বাবু হাওলাদার বলেন, এসব ঘটনায় নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরও কোনো প্রতিকার যাওয়া যায় না।
তবে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মুশফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে কোনো অপরাধের সংবাদ পেলেই সেখানে অভিযান চালাই। তারপরও আমাদের কাছে কোনো অভিযোগ এলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।’
চাঁদপুরে সাত খুনের ঘটনার পর শ্রমিকেরা যেসব দাবি উত্থাপন করেছেন, সেগুলোর মধ্যে জোর দেওয়া হচ্ছে নৌপথে নিরাপত্তায়। নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। চট্টগ্রাম বন্দর, জাহাজমালিকসহ সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, নদী ও সাগরের উপকূলবর্তী এলাকায় নিরাপত্তার মূল দায়িত্ব পালন করে নৌ থানা-পুলিশ। সাগরে নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষিত রাখার কাজটি করে থাকেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্য। তবে নিরাপত্তার দায়িত্ব পালনকালে সবগুলো বাহিনীর মধ্যে পারস্পরিক সংযোগ থাকে। বাংলাদেশে নৌপথের অধিকাংশ নদীপথ হওয়ায় মূল দায়িত্ব পালনের বিষয়টি নৌ থানা-পুলিশের ওপর বর্তায় বেশি। তবে এই নৌ থানা-পুলিশের পর্যাপ্ত সক্ষমতা নেই।
এ বিষয়ে চট্টগ্রাম নগরীর সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামউল্লাহ জানান, ‘কর্ণফুলী ও হালদা নদী এবং কাপ্তাই পর্যন্ত আমাদের দায়িত্ব পালনের অধিক্ষেত্র। এ সীমানার মধ্যে তেমন কোনো ঘটনা নেই। জাহাজের মালিক-শ্রমিকের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব দেখা দিলে আমরা আইনগতভাবে দ্রুত হস্তক্ষেপ করি, যাতে ঘটনা বড় হয়ে না যায়।’
তথ্য নেই নৌ পুলিশের কাছে
বরিশাল-ঢাকা নৌপথের বিভিন্ন স্পটে পণ্যবাহী জাহাজে চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন হলেও পুলিশের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। যদিও পণ্যবাহী মালিক-শ্রমিকেরা এ রুটে জেলে বেশে চাঁদাবাজির অভিযোগ করে আসছেন। তাঁরা জানিয়েছেন, ঢাকা-বরিশাল রুটের অন্তত ৫টি স্পট উত্তাল মেঘনাঘেরা হওয়ায় দুর্বৃত্তদের হানার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বাংলাদেশ কার্গো ট্রলার বলগেট শ্রমিক ইউনিয়নের বরিশাল বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘বরিশালের উলানিয়া, ধূলিয়া, চরমোনাইর চারেরগাছ, পাতারহাটের এপারে, ভোলার হাকিম উদ্দিন এলাকা ডাকাতির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এ সব এলাকা ডাকাতপ্রবণ এবং চাঁদাবাজি চলছে। এ বিষয়ে নৌ পুলিশকে লিখিত অভিযোগও দিয়েছি।’
যদিও হিজলা এবং মেহেন্দীগঞ্জ-সংলগ্ন কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, তাঁদের কাছে ডাকাতি কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি।
আর বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, তাঁরা শুনেছেন জেলে বেশে একশ্রেণির দুর্বৃত্ত নদীতে টাকাপয়সা চায়। কিন্তু সেসব ঘটনাকে চাঁদাবাজি কিংবা ডাকাতি বলে মনে হয় না। গত ৩ মাসে সদর থানায় এ ধরনের কোনো অভিযোগ দেয়নি।
চাঁদাবাজির এমন খবর পাওয়া গেল পাবনার নগরবাড়ী নৌবন্দরে। গতকাল দুপুরে নগরবাড়ী ঘাটে গিয়ে কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মালবাহী ট্রলার বা কার্গো থেকে শ্যালো নৌকার মাধ্যমে চাঁদা নেওয়া হয়। চাঁদা না দিলে হয়রানির শিকার হতে হয়। তাঁরা জানান, ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন না। কারণ অভিযোগ করলে ঝামেলা আরও বাড়ে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও বরিশাল; মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি]
দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
১৪ মিনিট আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩৬ মিনিট আগেকুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক। সেই সঙ্গে যৌথবাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করাসহ ৪টি দাবি তুলে ধরেছে সংগঠনটি। আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল ফেসবুক..
১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে