Ajker Patrika

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৈঠক করেছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন। বৈঠকটি শুরু হয় ওয়াশিংটন সময় সোমবার দুপুর দেড়টায়। বাংলাদেশ সময় রাত ১২টার পর বৈঠকটি শেষ হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে অ্যান্টনি ব্লিনকেন বলেন, সন্ত্রাস, মানবপাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়। শ্রম অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় উল্লেখ করে এগুলোর ওপর সংলাপের ধারাবাহিকতাকে স্বাগত জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও মিয়ানমারের রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের অংশীদারত্বের পঞ্চাশ বছর উদ্‌যাপন অর্থবহ করতে ছয় কোটি ডোজ করোনা টিকা সরবরাহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত