ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে কি না, বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে আব্দুল মোমেন প্রথমে বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি।’
তবে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছে— এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একান্ত বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, তা তাঁর জানা নেই।’
নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার না হলে বিরোধী দল ভোটে আসবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী, জানতে চান ভারতীয় এক সাংবাদিক। জবাবে আব্দুল মোমেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আইনের দ্বারা নিষিদ্ধ হয়ে গেছে। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় আজ বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বেলা ১১টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে কি না, বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে আব্দুল মোমেন প্রথমে বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি।’
তবে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছে— এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একান্ত বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, তা তাঁর জানা নেই।’
নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার না হলে বিরোধী দল ভোটে আসবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী, জানতে চান ভারতীয় এক সাংবাদিক। জবাবে আব্দুল মোমেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আইনের দ্বারা নিষিদ্ধ হয়ে গেছে। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় আজ বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বেলা ১১টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৩ ঘণ্টা আগেদুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগেভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ১৫ কোটি টাকার ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রীসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ ঘণ্টা আগে