Ajker Patrika

সচিব হলেন নাসের খান ও তসলিমা কানিজ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বামে আব্দুন নাসের খান, ডানে তসলিমা কানিজ নাহিদা। ফাইল ছবি
বামে আব্দুন নাসের খান, ডানে তসলিমা কানিজ নাহিদা। ফাইল ছবি

দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আর মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালকের পদটি সচিব পদমর্যাদার।

এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নূরুল বাসিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি পানি সম্পদ মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত