Ajker Patrika

রোববার থেকে আদালতে ফিরছে কালো কোট-গাউন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোববার থেকে আদালতে ফিরছে কালো কোট-গাউন

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি মামলা পরিচালনার সময় আগামীকাল রোববার থেকে কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীদেরও কালো কোট-গাউন পরা বাধ্যতামূলক করা হয়েছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতে টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানি এবং গাউন পরিধান করবেন। এ নির্দেশ আগামী ৩১ অক্টোবর রোববার থেকে কার্যকর হবে। 

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে নিম্ন আদালতের জন্যও একই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, গত বছরের ৬ আগস্ট অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্তের আলোকে কোভিড-১৯ এর সংক্রমণজনিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা এবং অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতে টার্নড আপ সাদা কলার, সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন। 

গত বছরের ১২ আগস্ট থেকে কালো কোট ও গাউন ছাড়া মামলার শুনানিতে অংশ নেন বিচারপতি ও আইনজীবীরা। এর পর করোনা সংক্রমণ কিছুটা কমে এলে গত বছরের নভেম্বরে ফের কালো কোট ও গাউন চালু হয়। এর পর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের মার্চ থেকে ফের কালো কোট ও গাউন পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও কালো কোট-গাউন পরে মামলা পরিচালনার নির্দেশনা দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত