Ajker Patrika

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রোববার ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তাঁর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের হাত থেকে ফলাফল গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী একটা সমস্যা তৈরি করেছে। তার সঙ্গে নতুন আসলো ওমিক্রন। করোনাভাইরাসের এই সময়েও সীমিত আকারে আমরা শিক্ষা কার্যক্রম চালু রাখতে সক্ষম হই। কারণ, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি বলেই অনলাইন, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষাটা চালিয়ে যেতে সক্ষম হয়েছি। 

শেখ হাসিনা বলেন, তারপরও আমি বলবো করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। কারণ একটি শিক্ষার্থী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাবে। তাদের শিক্ষার সুন্দর পরিবেশ থাকবে। তারা লেখাপড়া শিখবে। বন্ধু-বান্ধবের সঙ্গে মিশবে। তাদের জীবনটা সুন্দর হয়। 

শেখ হাসিরা বলেন, বর্তমান যুগে পরিবারগুলো ছোট। যার কারণে একাকিত্বে ভুগতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। সঠিকভাবে সুযোগও পায়নি। অনলাইনে বা টেলিভিশনে শিক্ষা ব্যবস্থা রেখেছি এটা ঠিক। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সুন্দর পরিবেশ বা বন্ধুবান্ধব নিয়ে চলা, সেই আনন্দটা থেকে তারা বঞ্চিত ছিলো। 

সরকার প্রধান বলেন, যখনই করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলাম, তখনই শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো আবার নতুন করে যে সংক্রমণটা দেখা দিলো…। 

আমরা ২০২১ সালের ১২ সেপ্টেম্বর থেকে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসে ওমিক্রন নামে নতুন এক সংক্রমণ। যেটা মানুষের মৃত্যু বাড়ছে। মানুষ সংক্রমিত হচ্ছে। এটার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও বন্ধ করে দিতে হলো। আশাকরি আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত