Ajker Patrika

যমুনা নদী ছোট করা হবে না নিশ্চয়তায় রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২৩, ১৩: ৪৭
যমুনা নদী ছোট করা হবে না নিশ্চয়তায় রিট খারিজ

যমুনা নদী ছোট করা হবে না—পানি উন্নয়ন বোর্ড এমন নিশ্চয়তা প্রদান করায় এই সংক্রান্ত রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে ছিলেন অরবিন্দ কুমার রায়। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। 

মনজিল মোরসেদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ আদালতে বলেছে ভবিষ্যতে যে প্রজেক্ট নেওয়া হবে সেখানে যমুনা নদী ছোট করার কোনো পরিকল্পনা থাকবে না। আমরা চেয়েছিলাম যাতে নদী ছোট করা না হয়। ভবিষ্যতে কোনো পক্ষই আর সাহস পাবে না নদী ছোট করার।’ 

এর আগে গতকাল রোববার যমুনা নদী ছোট করার পরিকল্পনা নেই বলে হাইকোর্টকে প্রতিবেদন দিয়ে জানায় পানি উন্নয়ন বোর্ড। পরে এই বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।  

গত ১২ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘যমুনা নদীকে ছোট করার চিন্তা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন এইচআরপিবি। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৮ মে যমুনা নদী সংক্রান্ত প্রজেক্ট ফাইল তলব করেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত