Ajker Patrika

কোনো চাপ নেই, আমরা আমাদের কাজ করছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৬: ১২
কোনো চাপ নেই, আমরা আমাদের কাজ করছি: সিইসি

গাইবান্ধায় ভোটকেন্দ্রে অনিয়ম দেখে তাৎক্ষণিক ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্তে রাজনীতিসহ নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন দল নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতবাক হয়। তবে এসব নিয়ে মোটেও চাপ অনুভব করছেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘আমরা কোনো চাপে নেই। আমরা আমাদের কাজ করছি।’

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করে ইসি। গত ১২ অক্টোবরও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোট শুরুর ৪ ঘণ্টার মধ্যে একে একে ৫১ কেন্দ্র, পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগে পুরো নির্বাচন বন্ধ করে দেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এরপর ক্ষমতাসীন দলের সমালোচনার মুখেও পড়তে হয় ইসিকে।

এ নিয়ে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সিসি টিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক।’ 

নির্বাচন কমিশনের কোনো পক্ষ নাই জানিয়ে তিনি বলেন, ‘আমাদের তো কোনো পক্ষ নেই। আমরা চাই ভোটাররা যেন তাঁদের ভোটটা দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা সিসি টিভি ব্যবহার করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত