Ajker Patrika

খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার অভিযান চলবে নির্বাচনের আগে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৩: ৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান পরিচালনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে সেগুলো উদ্ধার করতে হবে। কাজেই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান উপদেষ্টা।

৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ৩ আগস্টে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। ‌আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেন তিনি।

৫ আগস্ট ঘিরে সতর্কতা আছে কিনা? এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সতর্কতা সব সময় থাকে। আমরাও সতর্ক অবস্থানে আছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন, সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত