Ajker Patrika

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীর হলফনামা পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯: ৩৪
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীর হলফনামা পাওয়া যাচ্ছে না

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা খুঁজে পাওয়া যাচ্ছে না। জাতীয় সংসদসহ সব ধরনের প্রার্থীর দেওয়া তথ্যসংবলিত হলফনামায় প্রবেশ করা যাচ্ছে না।

আজ সোমবার রাত সোয়া ১১টা পর্যন্ত বারবার চেষ্টা করেও হলফনামা সেকশনে প্রবেশ করা যায়নি।

ইসির ওয়েবসাইটে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, জাতীয় সংসদ, সংসদের সংরক্ষিত মহিলা আসন, জেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা রয়েছে। হলফনামায় প্রার্থীরা ঠিকানা, আয়-ব্যয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি, মামলা ইত্যাদির তথ্য দিয়ে থাকেন।

আজ দিনের বেশির ভাগ সময় ইসির ওয়েবসাইটেই প্রবেশ করা যায়নি। একেক সময় ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও শুধু প্রার্থীদের হলফনামাই নয়, ওয়েবসাইটে থাকা অন্যান্য লিঙ্কেও প্রবেশ করা যাচ্ছিল না। তবে এখন হলফনামা বাদে বাকি বিভাগগুলোতে প্রবেশ করা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

সূত্র জানায়, অনেক সময় ইসির ওয়েবসাইট ডাউন থাকে। এর আগে ২০২২ সালের ১৩ ডিসেম্বরও ইসির ওয়েবসাইটে থাকা হলফনামার ভেতরে প্রবেশ করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত