নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে বিক্রির জন্য এই চিনি কেনা হবে।
আজ ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, টিসিবির জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।
গত সোমবার সংবাদ সম্মেলনে বিদেশিদের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেছিলেন, ‘আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে বলে দিয়েছি, কেনাকাটার ক্ষেত্রে যারা আমাদের ওপর স্যাংশান দেবে, আমরা তাদের কাছ থেকে কোনো কিছু কিনব না।’
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে কি না চাইলে সাঈদ মাহবুব খান বলেন, ‘না, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।’
যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনা প্রধানমন্ত্রীর নির্দেশনার লঙ্ঘন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না।’
বাংলাদেশের কেনাকাটার ওপর কোনো দেশের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার খবর নেই। তবে সরকারের অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঋণ পরিশোধ নিয়ে সম্প্রতি এক জটিলতা তৈরি হয়েছে।
ডলার সংকটের কারণে সরকার রুবল বা চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে দায় শোধ করতে চেয়েছিল। কিন্তু দুবারে নেওয়া দুটি উদ্যোগেই বাগড়া দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে ৯ মে ক্রয় কমিটির সভায় সিঙ্গাপুর থেকেও সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২ টাকা ৯৪ পয়সা।
যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে বিক্রির জন্য এই চিনি কেনা হবে।
আজ ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, টিসিবির জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।
গত সোমবার সংবাদ সম্মেলনে বিদেশিদের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেছিলেন, ‘আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে বলে দিয়েছি, কেনাকাটার ক্ষেত্রে যারা আমাদের ওপর স্যাংশান দেবে, আমরা তাদের কাছ থেকে কোনো কিছু কিনব না।’
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে কি না চাইলে সাঈদ মাহবুব খান বলেন, ‘না, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।’
যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনা প্রধানমন্ত্রীর নির্দেশনার লঙ্ঘন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না।’
বাংলাদেশের কেনাকাটার ওপর কোনো দেশের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার খবর নেই। তবে সরকারের অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঋণ পরিশোধ নিয়ে সম্প্রতি এক জটিলতা তৈরি হয়েছে।
ডলার সংকটের কারণে সরকার রুবল বা চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে দায় শোধ করতে চেয়েছিল। কিন্তু দুবারে নেওয়া দুটি উদ্যোগেই বাগড়া দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে ৯ মে ক্রয় কমিটির সভায় সিঙ্গাপুর থেকেও সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২ টাকা ৯৪ পয়সা।
দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৩০ মিনিট আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৩৮ মিনিট আগেপুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
৩ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
৪ ঘণ্টা আগে