Ajker Patrika

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা খলিলুরের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০০: ০২
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিসন হুকার এ কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যম এক্সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তোলা নিজের একটি ছবি যুক্ত করে করা এক পোস্টে মার্কিন প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়গুলো ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে।

হুকার জানান, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করায় নজর দিচ্ছেন।

এই ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা’ বলতে মার্কিন প্রতিমন্ত্রী কী বুঝিয়েছেন—এমন প্রশ্নে কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর এলাকা নিয়ে কথা হয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে কোনো কথা হয়নি।

বৈঠকে হুকার জানতে চান, বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে নাগাদ হচ্ছে? খলিলুর রহমান আগামী রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের ইচ্ছার কথা মার্কিন কর্মকর্তাকে জানান।

বৈঠকে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের তাঁদের নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। হুকার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

যুক্তরাষ্ট্রর সঙ্গে পাল্টা শুল্কের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশটি সফর করছিলেন। দু–এক দিনের মধ্যে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত