Ajker Patrika

মিডিয়াতে পুলিশের অ্যাকশনের ছবি আসে, আগের ঘটনা আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ১৪: ৩৯
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ উঠছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের ওপর উষ্মা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, পুলিশের অ্যাকশনের ছবি প্রকাশ করা হয়। কিন্তু পুলিশ অ্যাকশনে যাওয়ার আগে কী ঘটে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয় না।

আজ সোমবার দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এমন জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন পুলিশ অ্যাকশন নেয় তখন আপনারা সেই ছবিটি তুলে প্রকাশ করেন। কিন্তু এর আগে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকাশ করেন না।’

সেই সঙ্গে রাস্তাঘাটে দাবি-দাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ‘যৌক্তিক দাবি নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব গণ্ডির ভেতরে করতে হবে। এতে মানুষের চরম ভোগান্তি হয়।’

আইনশৃঙ্খলা কমিটির সভার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে দেওয়ার অনুরোধ করেছে কমিটি।

কোরবানির পশুর হাটের বিষয়ে তিনি বলেন, রাস্তাঘাটে কোনো পশু নামানো যাবে না। পশু যে হাটে যাবে সেটির বাইরে জোরপূর্বক রাস্তাঘাটে নামানো যাবে না।

উপদেষ্টা আরও বলেন, পশুর হাটে নিরাপত্তার জন্য আনসার নিয়োগের বাধ্যবাধকতা করা হয়েছে। ৭৫ থেকে ১০০ আনসার নিয়োগ দিতে হবে। এরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত