নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর আগে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল।
ভোজ্যতেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার পণ্যটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছিল ১৫ শতাংশ। এটি ১০ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, ভোজ্যতেল আমদানি পর্যায়ে মাত্র ৫ শতাংশ ভ্যাট বহাল রয়েছে।
এর আগে গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সয়াবিন তেল ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া হলো। এই ভ্যাট প্রত্যাহার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
এদিকে সরকার ভোজ্যতেলের ওপর সব ধরনের ভ্যাট মওকুফ করায় বাজারে প্রভাব পড়া শুরু হয়েছে। তবে সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি শুরু হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ ও দাম স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে। এরই মধ্যে মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জে খোলা ভোজ্যতেলের দাম অনেকটাই কমেছে।
তবে ভ্যাট মওকুফ হলেও তেলের দাম ভোক্তা পর্যায়ে আদৌ কমবে কি-না, তা নিয়ে প্রশ্ন করা হলে গত সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভ্যাট মওকুফের পর প্রকৃত দাম কত হবে, তা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নির্ধারণ করবে। এর পর নতুন নির্ধারিত দামে তেল বাজারে বিক্রি হবে। তবে বিশ্ববাজারের বাড়তি দামের তেল বাজারে সরবরাহ হওয়ার আগে দাম সমন্বয় করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যাট প্রত্যাহার করায় বাজারে প্রভাব পড়েছে। দাম এখন নিয়ন্ত্রণে চলে আসবে।’
ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর আগে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল।
ভোজ্যতেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার পণ্যটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছিল ১৫ শতাংশ। এটি ১০ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, ভোজ্যতেল আমদানি পর্যায়ে মাত্র ৫ শতাংশ ভ্যাট বহাল রয়েছে।
এর আগে গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সয়াবিন তেল ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া হলো। এই ভ্যাট প্রত্যাহার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
এদিকে সরকার ভোজ্যতেলের ওপর সব ধরনের ভ্যাট মওকুফ করায় বাজারে প্রভাব পড়া শুরু হয়েছে। তবে সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি শুরু হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ ও দাম স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে। এরই মধ্যে মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জে খোলা ভোজ্যতেলের দাম অনেকটাই কমেছে।
তবে ভ্যাট মওকুফ হলেও তেলের দাম ভোক্তা পর্যায়ে আদৌ কমবে কি-না, তা নিয়ে প্রশ্ন করা হলে গত সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভ্যাট মওকুফের পর প্রকৃত দাম কত হবে, তা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নির্ধারণ করবে। এর পর নতুন নির্ধারিত দামে তেল বাজারে বিক্রি হবে। তবে বিশ্ববাজারের বাড়তি দামের তেল বাজারে সরবরাহ হওয়ার আগে দাম সমন্বয় করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যাট প্রত্যাহার করায় বাজারে প্রভাব পড়েছে। দাম এখন নিয়ন্ত্রণে চলে আসবে।’
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে। ফলে এসব ট্রেনও চলার পথে থমকে যাওয়ায় একই রকম ভোগান্তিতে পড়ত
৩ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৩ ঘণ্টা আগে