Ajker Patrika

বাংলাদেশে যা-ই ঘটুক, আমরা তাতে যুক্ত থাকি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২২: ৪৯
বাংলাদেশে যা-ই ঘটুক, আমরা তাতে যুক্ত থাকি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু ঘটছে, তার ওপর নিবিড় নজর রাখছে ভারত। দেশটি চায় এ নির্বাচন পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ হোক, সহিংসতামুক্ত থাকুক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি আজ বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বিভিন্ন দেশ তৎপর রয়েছে। অনেক কথা বলছে তাঁরা। এ নির্বাচন নিয়ে বিদেশিদের এই তৎপরতাকে ভারত কীভাবে দেখে—এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্বাচন কেমন হবে, তা বাংলাদেশের জনগণ ঠিক করবে।

অরিন্দম বাগচি বলেন, সারা বিশ্ব এ নির্বাচন নিয়ে কথা বলতে পারে। কিন্তু ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে বিশেষত্ব আছে। তিনি বলেন, ‘বাংলাদেশে যাই ঘটুক, আমরা তাতে যুক্ত থাকি। কারণ এর প্রভাব আমাদের ওপর পড়ে।’

নির্বাচন পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানান এই মুখপাত্র। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে শান্তি বজায় থাকবে। কোনো ধরনের সহিংসতা হবে না। আর নির্বাচন হবে পরিকল্পনা অনুযায়ী।

বিরোধী জাতীয়তাবাদী দল এবং সমমনা দল ও জোটগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইছে এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। নির্বাচনকে সামনে রেখে ভারতীয় কোনো কর্তৃপক্ষ এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত