Ajker Patrika

হতাহতদের বিষয়ে তথ্য চেয়ে ডিসিদের চিঠি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৬
হতাহতদের বিষয়ে তথ্য চেয়ে ডিসিদের চিঠি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার করতে তদন্তের স্বার্থে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে। চিঠি পাঠানো হয়েছে সব দৈনিকের সম্পাদক, টেলিভিশনের সিইও, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সারা দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। 

চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–অনুযায়ী করা মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরনের জন্য অনুরোধ করা হলো। 

পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে–আহত ও নিহতদের তালিকা, সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের তালিকা, কবরস্থানে দাফনকৃত শহীদদের তালিকা, গণকবর থাকলে দাফনকৃত শহীদদের তালিকা, শহীদদের পরিবারের সদস্যদের নাম–ঠিকানা ও মোবাইল নম্বর, মামলা হয়ে থাকলে এ–সংক্রান্ত তথ্য, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ভূমিকা এবং বিবরণ।  

সব দৈনিকের সম্পাদক এবং টেলিভিশনের সিইওদের কাছে পাঠানো চিঠিতে আন্দোলন দমনে তৎকালীন মন্ত্রী, উপদেষ্টা, এমপি, দলীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও বিবৃতি–সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। 

এ ছাড়া আন্দোলনের ওই সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, চিকিৎসা প্রদান ও হতাহতদের ওপর নির্মিত বিভিন্ন নিউজ–ডকুমেন্ট সংবলিত অডিও, ভিডিও এবং প্রিন্ট কপি পাঠাতে অনুরোধ করা হয়। 

সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে ওই সময়ে হাসপাতালে আগত হতাহতদের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর, হতাহতদের বাহকের নাম–ঠিকানাসহ মোবাইল নম্বর এবং ওই সময়ে আগত হতাহতদের চিকিৎসা–সংক্রান্ত সব নথি (পোস্ট মর্টেম, মৃত্যুসনদ, চিকিৎসা সনদ) পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের ওই সময়ে তাঁদের প্রতিষ্ঠানের আহত–নিহত ছাত্র, শিক্ষক–কর্মচারীদের তালিকা এবং ওই সময়ে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গত সরকারের দলীয় সন্ত্রাসীদের কার্যক্রম–সংক্রান্ত বিবরণী পাঠাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত