নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন ৮ দিনের জন্য আজ বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। ফলে বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে যাত্রীরা প্রবেশ করছেন। সকালের দিকে ট্রেনের যাত্রী কিছুটা কম লক্ষ্য করা গেছে। সকাল থেকে ৪টা ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঢাকা থেকে সারা দিনে আজ ২৫টি আন্তনগর এবং নয়টি লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও শুরু হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, 'মাস্ক ছাড়া কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ট্রেনেই অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ট্রেনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। টিকিট অনলাইনে বিক্রি হওয়াতে কালোবাজারির কোন সুযোগ নেই।'
তবে লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। সেখানে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। টিকিট নেওয়ার জন্য তৈরি হয়েছে দীর্ঘ লাইন। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে নেই মাস্ক।
একই সঙ্গে দূরপাল্লার বাস ও রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন জায়গায় রাত থেকেই ছেড়ে গেছে দূর-পাল্লার বাস। সকাল থেকে চলাচল শুরু করেছে গণপরিবহন।
যানবাহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। এসময় রাইড শেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল যাত্রী পরিবহন বন্ধ থাকবে। যাত্রী ও পরিবহনের সবাইকে মাস্ক পরতে হবে। যাত্রার শুরু এবং শেষে গণপরিবহন স্যানিটাইজার করতে হবে। বাসে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ৬০ শতাংশের বাড়তি ভাড়া নেওয়া যাবে না।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চের ডেকে এবার অর্ধেক আসনে যাত্রী বহন করা হচ্ছে। ফলে ৬০ শতাংশ ভাড়া নেওয়া হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন পত্রিকাকে বলেন, 'সকাল ৯টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ১২টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে প্রতিটি লঞ্চ পরিচালনা করা হচ্ছে। মাস্ক ছাড়া কোন যাত্রীদের সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।'
কঠোর লকডাউনের কারণে গত পহেলা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশের সঙ্গে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল সরকার।
ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন ৮ দিনের জন্য আজ বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। ফলে বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে যাত্রীরা প্রবেশ করছেন। সকালের দিকে ট্রেনের যাত্রী কিছুটা কম লক্ষ্য করা গেছে। সকাল থেকে ৪টা ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঢাকা থেকে সারা দিনে আজ ২৫টি আন্তনগর এবং নয়টি লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও শুরু হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, 'মাস্ক ছাড়া কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ট্রেনেই অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ট্রেনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। টিকিট অনলাইনে বিক্রি হওয়াতে কালোবাজারির কোন সুযোগ নেই।'
তবে লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। সেখানে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। টিকিট নেওয়ার জন্য তৈরি হয়েছে দীর্ঘ লাইন। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনেকের মুখে নেই মাস্ক।
একই সঙ্গে দূরপাল্লার বাস ও রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন জায়গায় রাত থেকেই ছেড়ে গেছে দূর-পাল্লার বাস। সকাল থেকে চলাচল শুরু করেছে গণপরিবহন।
যানবাহন চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। এসময় রাইড শেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল যাত্রী পরিবহন বন্ধ থাকবে। যাত্রী ও পরিবহনের সবাইকে মাস্ক পরতে হবে। যাত্রার শুরু এবং শেষে গণপরিবহন স্যানিটাইজার করতে হবে। বাসে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ৬০ শতাংশের বাড়তি ভাড়া নেওয়া যাবে না।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চের ডেকে এবার অর্ধেক আসনে যাত্রী বহন করা হচ্ছে। ফলে ৬০ শতাংশ ভাড়া নেওয়া হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন পত্রিকাকে বলেন, 'সকাল ৯টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ১২টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে প্রতিটি লঞ্চ পরিচালনা করা হচ্ছে। মাস্ক ছাড়া কোন যাত্রীদের সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।'
কঠোর লকডাউনের কারণে গত পহেলা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশের সঙ্গে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল সরকার।
শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরী। গতকাল সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন
১৮ মিনিট আগেআজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটির এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত ফিউনারেল প্যারেডে তিনি এসব কথা বলেন। বিমানবাহিনীর প্রধান আরও বলেন, এই ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে
১৯ মিনিট আগেতিনি বলেন, ‘আমি কারাগারে থেকে বের না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনো লোক নেই। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আমার কোম্পানিতে ৮০-৯০টি ট্রাক ছিল। এখন ২০টা আছে। আমাকে জামিন দেন, যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগের বিষয়ে আমি পুরোপুরি অবগত নই।
১ ঘণ্টা আগেগতকাল সোমবার (২১ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখনো সম্পূর্ণ অক্ষত ও সুস্থ ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরী। কিন্তু তিনি বিপদ দেখে সরে যাননি, নিজের সন্তানের মতো বুক আগলে বাঁচাতে চেয়েছিলেন ছাত্র-ছাত্রীদের
১ ঘণ্টা আগে