Ajker Patrika

কিছু আফগানকে আশ্রয় দিতে মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কিছু আফগানকে আশ্রয় দিতে মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ

তালেবান রাজধানী কাবুল দখলের পর পালাতে থাকা আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। তবে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকা বাংলাদেশ সরকার সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি। আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না।

ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে আফগানিস্তানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে আপৎকালীন কিছু আফগান নাগরিককে বাংলাদেশ পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত